মেহেরুন আমার মেয়ে এটা ছিল টেস্ট ভেন্যু হিসেবে এজবাস্টনের অভিষেক ম্যাচ। খেলছিল স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। স্বাগতিকেরা যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল, সেটি অনেকের চোখেই ইংল্যান্ডের সর্বকালের সেরা। ওই দলটির ১১ সদস্য আর্চি ম্যাকলরেন, সি বি ফ্রাই, রণজিৎ সিংজি, স্ট্যানলি জ্যাকসন, জনি টিলডিসলি, ডিক লিলি, জর্জ হার্স্ট, গিলবার্ট জেসপ, লেন ব্রন্ড, বিল লকউড ও উইলফ্রেড রোডস—প্রত্যেকেরই প্রথম শ্রেণীর ম্যাচে সেঞ্চুরি ছিল। ১১ নম্বরে ব্যাট করেছিলেন তখন প্রায় ৪০ হাজার প্রথম শ্রেণীর রান করা রোডস। নিজেরা ৩৭৬ রান করার পর অস্ট্রেলিয়াকে ৩৬ রানে অলআউট করেও বৃষ্টির কারণে জয় পায়নি ইংলিশরা। ১৯০২ সালের এই দিনেই শুরু হয়েছিল ম্যাচটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।