আমাদের কথা খুঁজে নিন

   

অটিজম ও আমার ছেলে মাহিন

প্রথম লেখা এই ব্লগে। বিষয় বস্তু আমার পাশেই ঘুমিয়ে আছে। আমার প্রথম ভালোবাসা মাহিন। কেউ যদি আমার পরিচয় জিজ্ঞাসা করে, আমি নিজের নাম না বলে, বলি আমি মাহিনের বাবা। মাহিনের মতোন একটা ফুটফুটে ছেলের বাবা, হতে পেরে আমি খুব গর্বিত।

অটিজম নামক একটা মানসিক রোগে সে আক্রান্ত। তার নিজের একটা জগত আছে , এই রোগে আক্রান্ত সব ব্যক্তির একটা নিজের জগত থাকে । আমি অনেকটা সময় চেষ্টা করি, সেই জগতে তার সঙ্গী হতে , কিন্তু পারি না । অনেক দিন আগে বিটিভি তে একটা রাশিয়ান ছবি দেখেছিলাম । "মাই লাভ, মাই সরো". আমার মাহিন আমার সেই ভালোবাসা, যাকে আমি দুঃখ হিসাবে দেখিনা ।

এই ব্লগের যারা এই ধরনের কোনো শিশুর বাবা অথবা মা , তাদের আমার একটা অনুরোধ। এই শিশুদের খুব করে ভালোবাসুন , এরা ভালোবাসা খুব চায়। আর যারা , কোনোভাবেই এই ধরনের কোনো শিশুর সাথে সম্পৃক্ত নন, তাদেরও অনুরোধ করবো, তাদের দয়াময় ভালোবাসার হাত এদের প্রতি বাড়িয়ে দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।