আমাদের কথা খুঁজে নিন

   

পাজি মেয়েটার জন্য মন খারাপের লেখা গুলো !

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! এই পাজি মেয়েটা কত ভাল ! সবাই কেবল আমার সুখের কথা শুনতে চায় ! দুঃখের কথা শুনতে কারো ভাল লাগে না ! আমার নিজেরও লাগে না ! কিন্তু পাজি মেয়েটা শুনতে চায় ! বলে আমি যখন কষ্ট পেয়েছি সে সেই কষ্ট গুলো অনুভব করতে চায় ! কি অদ্ভুদ ! কত গুলো কথা যেন মনে হয় নি তোমাকে বলি ! কিন্তু বলতে চেয়েও বলতে পারি নি ! কেন পারি নি আমি জানি না ! আসলে মানুষের মন যখন খারাপ থাকে তখন বুকের ভিতরে থাকা অনেক কিছুই বেরিয়ে আসে ! খানিকটা দীর্ঘ শ্বাস আকারে ! আমি কেন জানি বলতে পারি না ! কার কাছে বলবো ? কে শুনবে ? কিন্তু আজকে সে শুনবে বলেছে আমাকে ! পাজি মেয়েটা শুনবে ! তাই আমার কথা গুলো আমি লিখেছি নিজের মত করে ! সেই মন খারাপের লেখা গুলো নিয়ে আজকে লিখতে বসলাম ! কবিতা গুলো লেখার সময় কেন জানি মন খারাপ ছিল ! অবশ্য দুএকটাতে মন ছিল ভাল ! আমার কবিতা সংকলন ! ভালবাসার ফূল নীল যদি তুমি চলেই যাও তুমি আমার মেঘ বালিকার দেশ দিনটা শুরু হল না কালকের মত বলেছি তোমাকে যখন তুমি কাছে আসো, ইচ্ছা করে হাতটি ধরি, আমি একটু আদর করি টিয়াপাখি সব কিছুতেই রইবে পাশে আমরা হারিয়েছি !! "অ" প্রহর !! কিছুটা সময় কল্প সময়ে !! কিছুটা সময় কল্প সময়ে !! পিডিএফ লিংক আমার কাছে আমার গল্প গুলো যেমন প্রিয় তেমনি কবিতা গুলোও ! এই পাজি মেয়ে ! আমার মন খারাপের লেখা গুলো আজ দিলাম তোমায় !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।