আমাদের কথা খুঁজে নিন

   

বাজপেয়ি চাইলে ‘ভারতরত্ন’ ফেরত দেব: অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি চাইলে তিনি সরকারের দেওয়া ‘ভারতরত্ন’ পদক ফেরত দিয়ে দেবেন। জি নিউজ অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ চন্দন মিত্র অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করার পর আজ বৃহস্পতিবার অমর্ত্য সেন এ কথা বলেন।
নরেন্দ্র মোদি প্রসঙ্গে অমর্ত্যের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় চন্দন মিত্র অমর্ত্যের পদক কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন। অমর্ত্য সেন সম্প্রতি সিএনএন-আইবিএন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে মন্তব্য করেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি বিজেপির নেতা নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।

কারণ, মোদি দেশের সংখ্যালঘুদের নিরাপদ ভাবার মতো যথেষ্ট কিছু করেননি।
অমর্ত্য সেনের মন্তব্যের পর বিজেপির সাংসদ চন্দন মিত্র তাঁর ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি জানান। চন্দন মিত্র বলেন, তিনি এটি ভেবে অবাক হয়েছেন যে ‘ভারতরত্ন’ পদকে ভূষিত একজন মানুষ কোনো দল বা নেতার পক্ষে বা বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন কি না। বিজেপি সাংসদের ওই মন্তব্যের জবাবে অমর্ত্য সেন আজ টাইমস নাউ টেলিভিশনকে বলেন, ‘চন্দন মিত্র হয়তো জানেন না, আমাকে ভারতরত্ন পদক দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। অটল বিহারি বাজপেয়ি ওই পদক আমার হাতে তুলে দিয়েছিলেন।

বাজপেয়ি যদি চান আমি এটা ফেরত দিই, তবে আমি নিশ্চিতভাবেই তা ফেরত দেব। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।