আমি নতুন কিছু পড়তে ভালবাসি অনেক আগে থেকেই ইচ্ছা পঞ্চগড়ে যাব। কিন্তু বিভিন্ন কারনে তা আর হয়ে উঠছিল না। অপেক্ষার প্রহর কিছুদিন পূর্বে শেষ হয়ে গেল। একজন বড় ভাই পঞ্চগড় যাওয়ার প্রস্তাব করলেন, সাথে সাথেই রাজি হয়ে গেলাম। পঞ্চগড় গিয়ে একজন ভাইয়ের মটরসাইকেল নিয়ে চলে গেলাম বাংলাবান্ধা (তেতুলিয়া)।
এই প্রথম চা বাগান দেখলাম। বুঝতেই পারছেন কেমন খুশি হব।
বাংলাদেশে (পঞ্চগড়) যদিও কিছু চা বাগান আছে কিন্তু আমার কাছে মনে হল এটা চাহিদার তুলনায় অনেক কম।
সরকার যদি একটু উদ্যোগ নিত তাহলে হয়তো সেখানে আরও অনেক বেশি চা চাষ করা সম্ভব হত।
ভারত যেখানে এত বেশি চা চাষ করছে সেখানে বাংলাদেশ সেই কাজ না পারার কোন কারন আছে বলে মনে হয় না।
ঘুরতে ঘুরতে বাংলাবান্ধার জিরো পয়েন্টে গিয়ে হাজির হলাম। দেখলাম সেখান থেকে টেকনাফের দূরুত্ব ১০২১কিলোমিটার।
সময় থাকলে আপনারাও পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার জিরো পয়েন্ট "বাংলাবান্ধা" ঘুরে আসতে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।