কম্প্রমাইজ প্রথম ধাপ দুর্নীতির। তাই নো কম্প্রমাইজ। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই। আজন্ম যোদ্ধা সংসপ্তক আমি। ঢাকার রূপসী বাংলা হোটেলে হোটেলে বিশাল আয়োজন।
অালোচ্য বিষয় উত্তরাঞ্চলের উন্নয়নে আগামী বাজেটে বরাদ্দ দাবী। আয়াজক নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরাম। ফোরামের আহবায়ক রাজশাহীর গার্মেন্টস ব্যবসায়ী এমপি শাহারিয়ার আলম। বাজেটে উত্তারঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দাবী করলেন জনপ্রতিনিধিরা। ১৭ মে,১১ এর এই অনুষ্ঠানে অন্য অনেক বিষয়ের মত আসল এই অঞ্চলের প্রতি রাষ্ট্রিয় বৈষম্যর বিষয়টি।
যে অঞ্চল সারা দেশের খাদ্য যোগায় তার প্রতি কি ধরনের বৈষম্য চলছে তা তুলে ধরা হল। অর্থমন্ত্রী আ মাল মুহিত স্বীকার করলেন বিষয়টি। তবে তিনি জানালেন এখন আর কিছু করার নেই। অনেক দেরি হয়ে গেছে। এবার আর কিছু হবে না।
তবে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফুলবাড়ির কয়লা উত্তোলনের বিষটি। অনুষ্ঠানের সঞ্চলাক সাংবাদিক মোল্লা মাহাতাব বেশ কয়েক বার এই বিষয়ে আলোচনার সুত্রপাত করেন। ভূমি মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার এই বিষটি জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেয়ার কথা বলেন। রাজশাহীর এমপি ফজলে হোসেন বাদশা বাজেট ছাড়া কোন বিষয়ে মন্তব্য করতে চাননি।
ফুলবাড়ির মানুষ এই এলাকার কয়লা ওপেন পিট পদ্ধতিতে উেত্তলেনের বিরোধি।
তারা এর জন্য রক্ত ঝরিয়ে ছিল। এখন ও তারা সেটাই চান। কারা দেশের কয়লা বিদেশে রফতানির বিরোধি। তারা এক সময় বহুজাতিক কোম্পানী এশিয়ান এনার্জির সকল তৎপরাতার বিরুদ্ধে।
এশিয়ান এনার্জির এই নয়া তৎপরতার বিরুদ্ধে গত ২১ মে দিনাজপুরে সংবাদ সম্মেলন করে তেল গ্যাস বিদু্্যৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
তারা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরামর কার্যক্রমের প্রতিবাদ করেন। আবার বহুজাতিক কোম্পানির এই কার্যক্রমে নতুন সংকটের আশংকা করছেন ফূলবাড়িবাসী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।