আমাদের কথা খুঁজে নিন

   

আর টিভি লাইভ ইমরান, পরশী এবং আমার রাত জাগা!!

পরশী ইমরান গত সপ্তাহে নতুন প্রজন্মের দুই গায়ক গায়িকা ইমরান আর পরশীকে নিয়ে লাইভ প্রোগ্রাম করেছে আর টিভি। আরেফিন রুমির সাথে ডুয়েট গান করে শ্রোতাদের প্রিয় হয়ে উঠেছেন পরশী। বয়সে কম হলেও সব মহলের মন জয় করেছেন পরশী! পরশী সর্ম্পকে জানলেও ইমরান সর্ম্পকে তেমন জানা ছিলো না। শুধু এটুকুই জানতাম একটা বেসরকারী চ্যানেল থেকে প্রতিযোগিতায় উঠে এসেছেন। অনুষ্ঠানের প্রথম থেকেই দেখেছি, ভেবেছিলাম দর্শকদের পরশীর উপর নজরটাই বেশি থাকবে এবং আমার ভাবনা ছিলো পরশীই শুধু ভালো গাইবে! ইমরান শুধু গেটিচ! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইমরান খুবই ভালো গান গাইলো এবং টেলিফোনে ইমরানের ভক্তর সংখ্যাই বেশি মনে হলো। এতো সাবলিল গান খুবই ভালো লাগলো। নিজের লেখা, কম্পোজ করা গান শুনালেন পাশাপাশি আমাদের বর্তমান জনপ্রিয়দের গানও শুনালেন। গভীর রাত পর্যন্ত জেগে অনুষ্ঠান দেখলাম, তৃপ্তিতে রাতজাগা ভুলে গেলাম! শুভেচ্ছা রইলো পরশী আর ইমরানের প্রতি, ভালো গান গেয়ে আমাদের বাংলা গানের প্রতি আসক্তি ধরিয়ে দিন!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।