আমাদের কথা খুঁজে নিন

   

প্রফাইল ফটো নির্বাচন। সামুর সেরা প্রফাইল পিক নির্বাচন

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ফেসবুক, ব্লগ, টুইটার,ঈয়াহু বলেন আর হাই-ফাইভ বলেন সবকিছুতেই প্রফাইল নামক এক চিজ থাকে, যেখান থেকে ইউজারের পরিচয় পাওয়া যায়। এই সমস্ত একাউন্টের মালিকগন তাদের রুচি অনুযায়ি ছবি নির্বান করে থাকেন, তাই এই প্রফাইল পিকের মাধ্যমে ইউজারদের রুচিরও পরিচয় পাওয়া যায়। নতুন নতুন নেট ইউজাররা সাধারনত, কোট টাই পরা নিজের হাফ ছবি ব্যাবহার করে থাকেন। কিন্তু কিছুদিন যাবার পর নিজেকে ঐছবিতে ঝুলিয়ে রাখা আর সম্ভব হয় না।

পুংটা টাইপের অতিথিদের পুংটামী মার্কা কমেন্টের ফলে ছবি চেন্জ করতে বাধ্যহোন। ফেসবুকে সাধারণত, আমি তিন ধরণের ইউজার লক্ষ করি। ১) নিজেকে খুব সুন্দর/ স্মার্ট হিসেবে প্রকাশ করতে চান। অন্যের দৃষ্টি আকর্শন করার জন্য, ফলে সেই ধরণের ছবি আপলোড করেন। ২) কিছু ইউজার আছেন, যারা নিজেকে একজন স্মার্ট নেট ইউজার হিসেবে প্রকাশ করতে চান, ফলে তিনি তার উল্টা পাল্টা, ঝাপসা/ ঘোলা/ বা আংশিক ছবি প্রফাইল হিসেবে ব্যাবহার করেন।

৩) কিছু ইউজার আছেন, পরের ধার ধারেন না। কে কি বলল চিন্তা করেন না। মনে যা চায় তাই প্রফাইল পিক হিসেবে ব্যাবহার করেন। সামুর ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যায়। এখানে ব্লগারগন নিজেকে সাধারণত জ্ঞানী হিসেবে প্রকাশ করতেই বেশি ইচ্ছা দেখিয়ে থাকেন।

ফলে এখানে প্রফাইল পিক এত ভুমিকা রাখে না। এর আরেকটা কারণ আমার মনে হয়- সামুতে প্রফাইল পিক বড় আকারে দেখা যায় না, কাজেই কোন পিকচারই ফুটে উঠে না। ফলে কোন একটা হলেই হলো, এ নিয়ে এত চিন্তা করে লাভ নেই। সামুতে আবার সিজনাল প্রফাইল বেশি দেখা যায়। ২১/১৬/৭ ইত্যাদি উৎসবে প্রফাইল পিক চেন্জ হয়ে থাকে।

=============================== আসুন সবাই মিলে সামুর সেরা প্রফাইল পিক নির্বাচন করি। অনলাইনে উপস্থিত ব্লগারদের প্রফাইল দেখে আপনার নিকট ভাল লাগা প্রফাইলটির নিক লিখে দিন।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.