ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় যুক্তরাষ্ট্রের চর ছিল এবং তার মাধ্যমেই যুক্তরাষ্ট্র অ্যাবোটাবাদে বিন লাদেনকে খুঁজে পায়। এমনটিই বিশ্বাস করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। দ্য সানডে টাইমসে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর : রয়টার্স, ইকোনমিক টাইমস।
মার্কিন কমান্ডো হামলায় বিন লাদেন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, অ্যাবোটাবাদের ওই বাড়িতে ওসামা বিন লাদেন আছেন_ এ বিষয়ে তারা আংশিক নিশ্চিত ছিলেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নিশ্চিত তথ্যের ভিত্তিতেই মার্কিন বাহিনী সরাসরি অ্যাবোটাবাদের বাড়িতে লাদেনের কক্ষে উপস্থিত হয়। বিন লাদেনের সৌদি স্ত্রীদের বিশ্বাস, তার (বিন লাদেন) সর্বশেষ ইয়েমেনি স্ত্রী আমলই মার্কিনিদের চর ছিলেন। বিন লাদেনের আগের দুই সৌদি স্ত্রী স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য আমলকে অভিযুক্ত করেছেন। তাদের ধারণা, আমল হয় গোপনে তথ্য পাচার করেছেন, নয়তো ওই বাসার ভেতর তিনি তার গতিবিধি নজরে রাখার সুযোগ করে দিয়েছেন। রেহমান মালিকসহ আরও কয়েক পাকিস্তানি কর্মকর্তাও বিন লাদেনের কম্পাউন্ডে মার্কিন চর ছিল বলে বিশ্বাস করেন।
রেহমান মালিক বলেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতার আলোকে আমার ধারণা, ওই গোপন আস্তানা থেকে কেউ একজন মার্কিনিদের তথ্য দিয়েছিলেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।