আমাদের কথা খুঁজে নিন

   

ক্যালকুলাসগুরুপের খ্যাতা পুরি মডারেটররা এই ফ্লাডিংগুলা এলাও করে কেন?

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!! [চরম মেজাজ খারাপ অবস্হায় লেখা। কারো ভাল না লাগলে স্যরি। ] ব্লগে আসা হয় হঠাৎ হঠাৎ। কি কমু, পুরা বেহাল দশা ব্লগের। পিটিসি, কেমনে পয়সা কামাইব কুনখানে ঝিলিক থুক্কু কিলিক মাইরা, এন্টিভাইরাসরে কেমনে দাঁত মাজাইতে হয়- ভালো লেখা তো চোখে পড়েনা।

নিজে লেখতে পারিনা, পড়তে আসি, একটা লেখাতেও দাঁত কামড়াইতে পারিনা, পুরান ব্লগারদের কয়েকটা লেখা পইড়া চইলা যাই। আজকে মেজাজটা খারাপ হৈল নিচের পোস্টে ঢুইকা। অস্ট্রেলিয়ায় পড়াশুনায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য অস্ট্রেলিয়ান লিডারশীপ অ্যাওয়ার্ড স্কলারশীপ ছিড়া ফালাইছে ঐ পোস্টের লিংক দিয়া। শালার নিকও ঐ গ্রুপের নামে, আইছে নিজের সাইটের হিট কামাইতে। কমেন্ট কৈরা দেখি মডারেটেড।

শিওর আগে লাত্থি-উষ্ঠা খাইছে কারো কাছে, এখন মডারেটেড দিয়া রাখছে। ব্লগের মডারেটররা করে কি? এইধরণের পোস্ট যেমনে হাজারে হাজারে আসে, এগুলা প্রথম পেজে এলাও করে কেমনে? কোন লজিকে? আমার এক্সেস পাইতে একমাস লাগছিল, এগুলা এক্সেস পায় কেমনে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।