আমাদের কথা খুঁজে নিন

   

জয় সত্যের জয়

এমএম ওবায়দুর রহমান সময় বড় বেশি বদলে গেছে আজ। নতুন প্রজন্ম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভুলে গেছে, নাকি তাদের ভুলে যাওয়ার সব রকম ব্যবস্থা আমাদের রাষ্ট্রযন্ত্র করেছে? দ্রোহের কবি নজরুল সর্বদা সত্য ও ন্যায়ের কথা বলতেন। আমাদের সমাজে আজ চারদিকে মিথ্যার ছড়াছড়ি। মিথ্যার সমুদ্রে এখন জাতি বন্দি। রাজা মিথ্যা বলে, মন্ত্রী, পাইক-পেয়াদারাও মিথ্যা বলছে।

সমাজে উচুঁ-নিচু সর্বত্র মিথ্যার ভাইরাসে আক্রান্ত। সত্যকে হারানোর ফলে মিথ্যার একনায়কত্ব চলছে সর্বত্র। এই দুঃসময়ে নজরুলের কথা মনে পড়ছে। বিষের বাঁশির সেবক কবিতায় তিনি লিখেছিলেন- সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাড়ায়, নেই কিরে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়? শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়— বজ্র হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়! মিথ্যার ঘনকুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। সত্য বলার সাহস হারিয়ে জাতি আজ পঙ্গু হয়ে গেছে।

জাতির বিবেক বলে পরিচিত সুশীল বুদ্ধিজীবীরা এখন ভাড়াটে কলাম লেখক হয়ে গেছে। অর্থবৃত্ত, গাড়ি-বাড়ির লোভে সমাজের বিবেকরা আজ মুখে কলুপ এঁটে বসে আছেন। নজরুলের মতো কেউ আর বিদ্রোহী হয়ে উঠছে না। প্রেরণা দিচ্ছে না নব প্রজন্মকে। সাহসী কন্ঠে উচ্চারিত হচ্ছে না প্রতিবাদী আওয়াজ।

জেল-জুলুম আর রিমান্ড সেলের শিতল মেঝেতে পড়ে থাকার মতো সাহস কারও নেই। সমাজের সর্বত্র তাই মিথ্যার দুর্গন্ধে ভরপুর। মুছে যাচ্ছে সত্য সত্ সাহসটুকু। সত্যবাদীর নাম-ঠিকানাও মুছে ফেলতে চাইছে রাষ্ট্র। তাই বিরাজ করছে নজরুলের ব্যাপারে নির্লজ্জ নীরবতা সর্বত্র।

স্বার্থপর জনগণ ভুলে যেতে বসেছি নজরুলের সেই বিদ্রোহী সুর- মহা বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উত্পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না— বিদ্রোহী রণ-ক্লান্ত আমি সে দিন হব শান্ত। বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা ডক্টরেট নজরুলের ছিল না, তারপরও তিনি বিশ্বময় বিখ্যাত হয়েছিলেন, কেননা তিনি সত্য বলতেন, সত্য লিখতেন। সত্য প্রকাশে আপসহীন মনোভাব তাকে বিদ্রোহী করে তুলেছিলেন। এখন ভার্চুয়াল মিডিয়ার হাতের মুঠোয় বিশ্ব। কিন্তু সর্বত্রই যেন মিথ্যার বড়বেশি আস্ফাালন।

মিথ্যা বলেই শেষ নয়, মিথ্যার জন্য কোনো অনুশোচনা বোধও নেই। তাই সময় এসেছে নজরুলের আদর্শকে আবার জাগিয়ে তোলার, তরুণ ডিজুস প্রজন্মকে মিথ্যার প্রলোভন ভরা জগত থেকে বের করে আনার। নজরুল লিখেছেন - ওই নির্যাতকের বন্দি কারায় সত্য কি কভু শক্তি হারায়? ক্ষীণ দুর্বল বলে খণ্ড ‘আমি’র হয় যদি পরাজয় ওরে অখণ্ড আমি চির মুক্ত সে অবিনাশী অক্ষয় বল নাই ভয়; নাহি ভয় বল মাভৈ : মাভৈ : জয় সত্যের জয়। লেখাটি আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।