ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো লিমন ও তার বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক যে বক্তব্য দিয়েছেন সেটাই সরকারি বক্তব্য। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তদন্ত শেষ না হতে সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য তদন্তকার্যে প্রভাব ফেলবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লিমনের মামলার কাগজপত্র দেখে এবং তদন্তকারীদের বক্তব্য শুনে প্রতিরক্ষা উপদেষ্টা ওই বক্তব্য দিয়েছেন। ফলে তদন্ত কাজ ব্যাহত হবে না। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এক সংবাদ সম্মেলনে লিমন ও তার বাবা সন্ত্রাসী বাহিনীর সহযোগী উল্লেখ করে বক্তব্য দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।