সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ... তোমাদের রঙিন গ্লাসে আমার নাম লেখা নেই , কোনও সড়কে কিংবা ফলকে লেখা নেই আমার কথা , একটি নক্ষত্রও স্থানচ্যূত হবেনা আমার প্রয়াণে , আমি জেনেছি তবুও আমার বেঁচে থাকবার বড় সাধ । কাল সকালের খবরের আনকোড়া কাগজে থাকবেনা আমার নাম আমার নামে কখনো স্কুল কলেজ হাসপাতাল দেবে না কেউ , শুকনো পাতার মত ইরেজার দিয়ে আমায় মুছে ফেলবে নগরী , তবুও আমি শ্বাস নিতে চাই বুকভরে । যে নদীর পাড়ে আমি স্বপ্ন বুনতাম , সে আমায় মনে রাখবেনা যে কিশোরীর চিবুকে আকাশ দেখেছিলাম , সে সুখী হবে আপন শয্যায় , একটি ফুলও কখনো কাঁদবেনা আমার ব্যথায় , ব্যথিত হবে না পাখিরাও, তবু আমি সূর্যোদয়ের প্রত্যাশায় চেখ মেলে থাকি । তোমাদের কোলাহলে আমি থাকবোনা অটোগ্রাফ হয়ে , সাহসিকতায় বা বীরত্বের কোন উদাহরণ কখনো হবো না আমি , দিকভ্রান্ত কোন কম্পাসের চেয়েও অপ্রয়োজনীয় আমার শ্বাসগুলি , আমার মেঘগুলি , আমার স্বপ্নগুলি , তবুও আমার অনেক প্রিয় । প্রিয় বালিশের মত আমি তাদের বুকে জড়িয়ে ধরে রাখতে চাই , বৃষ্টির হাত হতে বাঁচিয়ে রাখতে চাই আপন পালকে ঢেকে , আমি না হতে পারি দ্বিগ্নিজযী , না হতে পারি কোন স্মরণযোগ্য নাম - তবুও তোমার নামটি আমায় এতোখানি দুঃসাহস দিয়েছে । [ বি. দ্র - লেখাটি প্রিয় দু'জন মানুষ , আসিফ স্যার ও তৌহিদ স্যারের জন্মদিনে তাদের উৎসর্গ করছি ] [ বি.দ্র. ২ - ছবিটির শিল্পী , আর একজন প্রিয় ব্লগার একুয়া রেজিয়া , ব্যবহারের অনুমতিপ্রদান সাপেক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।