আমাদের কথা খুঁজে নিন

   

ভুমিকম্প.........

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... সবকিছু তোর কাইড়্যা নিবো হঠাৎ ভুমিকম্প কেনরে মন দুনিয়া নিয়ে করিস এত লম্ফ ঝম্প । ওই দেখ দেখ ধেয়ে আসছে প্রলয়ংকরী সুনামী ভাইস্যা থাকবি তুই কোনখানে লাশ হইয়া বেনামী । যত করিস বাড়ি গাড়ি যতই হউক টাকা কড়ি । দুনিয়া নিয়ে আহাজারি লাভ হবে না কানা কড়ি । পলকেতে হয়ে যাবে সব কিছু ধ্বংস সবকিছুই হারায়ে তুই হয়ে যাবি নির্বংশ । ঘড়িতে আসান ঘড়িতে তুফান । সবসময়ই কইত আমার দাদীজান । অতএব........ দুনিয়া নিয়ে করিস না আর বেশী মাতামাতি বদলে যারে মন তুই ভাল হয়ে যা রাতারাতি । বেশী বেশী চাওয়ার কথা যা তুই ভুইল্যা নামাজ রোজা আর দান কর প্রাণ খুইল্যা এর মধ্যেই পাবি সুখ দু:খ কষ্ট যতই হউক দুনিয়াতে না হলেও আখিরাতে পাবি শান্তি মিটে যাবে তোর যত সব দু:খ কষ্ট আর ক্লান্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।