আমাদের কথা খুঁজে নিন

   

গিকসফোনের প্রথম গ্রাহক কেন্দ্রিক ফায়ারফক্স ফোন উন্মোচন

(প্রিয় টেক) মোবাইল অপারেটিং সিস্টেমে নতুন এক সংযোজন হচ্ছে ফায়ারফক্স ওএস। নতুন এই ওএসটি মূলত এইচটিমিএল৫ কেন্দ্রিক। এই পর্যন্ত ঘোষণা করা হয়েছে ডেভেলপার কেন্দ্রিক দুটি ফোন পিক এবং কিয়ন যা গিকফোনের দ্বারা প্রস্তুতকৃত। এছাড়া জেডটিই ঘোষণা করেছে ZTE One এবং অ্যালকেটেল ঘোষণা করেছে তাদের Alcatel Onetouch Fire। আর এবার গিকফোন ঘোষণা করল তাদের প্রথম গ্রাহক কেন্দ্রিক ফোন পিক+।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।