আমাদের কথা খুঁজে নিন

   

'সত্তে পে সত্তা'র রিমেকে মাধুরী

বলতে এসে সব ভুলে গেলাম
বলিউডের সুপারহিট ছবি 'সত্তে পে সত্তা' পুনরায় নির্মাণ করা হচ্ছে। এতে হেমা মালিনী অভিনীত চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। আর অমিতাভ বচ্চনের করা চরিত্রটি রূপদান করতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। পরিচালক সোহম শাহ জানান, 'শুরু থেকেই আমি চেয়েছি এ চরিত্রে মাধুরী দীক্ষিতকে রাখতে। কিন্তু তাকে প্রস্তাব দিতে ইতস্তত ছিলাম।

একদিন প্রযোজক ধিলিন মেহতা ও সঞ্জয় দত্ত তাকে একটি মুঠোবার্তা পাঠান। তারপর আমি তাকে পাণ্ডুলিপি পেঁৗছে দিয়েছি। ' 'সত্তে পে সত্তা' হবে সঞ্জয় দত্ত প্রযোজিত দ্বিতীয় ছবি। আগামী জুনের মাঝামাঝি থেকে টানা দেড় মাস এর চিত্রায়ন চলবে। তারপর মাধুরী আমেরিকা থেকে ভারতে এলে দুটি গানের দৃশধারণ করা হবে।

প্রযোজক ধিলিন বলেন, 'আজ [১৪ এপ্রিল] মাধুরীর জন্মদিনে এ ঘোষণা দিতে পেরে আমরা খুশি। '
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.