অহনা– ফোন ধরতে এতো্ক্ষণ লাগলো কেন?কি করো?
আয়ান- ঘুমাচ্ছিলাম। তোমার কি হইসে?এতো রেগে রেগে কথা বলছো কেন?
অহনা- তুমি ফেইসবুকে নতুন যে মেয়েটাকে এড করেছ সেইটা কে?
আয়ান- (ঘুম্জড়িত গলায়) কার কথা বলছো? বুঝতে পারছি না। আমার খুব ঘুম পাচ্ছে। পরে কথা বলি ?
অহনা- মনে পড়ছে না ! ফাইজলামি করো আমার সাথে ? যা জানতে চেয়েছি তা বলো।
আয়ান - ……………………………………………….
অহনা- এই!কথা বলো না কেন?তুমি কি ঘুমায় গেছ?দিন দিন তোমার
আচরন আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে।
মানুষ কথা বলার মাঝখানে ঘুমায় যায় কিভাবে?আজব!
ওইপাশ থেকে কোনো জবাব নেই। লাইন কেটে দিয়ে আবার করলো। কিন্তু আয়ান ফোন ধরবে কি,সে তো তখন ঘুমের রাজ্যে। ৫ বার কল দেয়ার পর আয়ান অবশেষে টের পেল।
আয়ান-হ্যালো।
বলো। ঘুমায় গেছিলাম।
অহনা- কথা বলতে বলতে মানুষ ঘুমায় যায় এরকম আর দেখি নাই। তুমি যে কি। আমার কপালটাই খারাপ।
নাহলে তোমার সাথে পরিচয় হবে কেন!
হ্যালো হ্যালো….তুমি কি আবার ঘুমায় গেছ?
কোনো জবাব নেই ওইপাশ থেকে। রেগে ফোন রেখে দিলো।
৩ ঘন্টা পর আয়ানের ফোন। যদিও অহনা ভেবেছিলো ও ফোন দিলেও ধরবে না তবু ফোন ধরা থেকে নিজেকে বিরত রাখতে পারলো না।
অহনা- কি? ফোন দিয়েছো কেন?
আয়ান- তখন খুব ঘুম পাচ্ছিলো।
তাই কথা বলতে পারি নাই ঠিক মতো। কখন যে ঘুমায় গেছি টের পাই নাই।
অহনা- তুমি তো কিছুই করতে পারো না। কি করতে পারো তুমি আমার জন্য?তুমি তো আমাকে এখন আর ভালোবাসো না। সব কিছুই বুঝি।
আয়ান- কি যে বলো তুমি! সারাক্ষণ এতো রাগ করো কেন? আমি যে তোমাকে অনেক ভালবাসি তা তুমি নিজেও জানো।
অহনা- হুম। সেটা তো আমি দেখতেই পাচ্ছি কতো ভালো যে বাসো। আর নতুন করে বলার দরকার নাই।
আয়ান- তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে।
আসবা আজকে দেখা করতে?
অহনা- না। পারবো না। তুমি যেমন আমার জন্য কিছুই করতে পারো না আমিও তোমার জন্য কিছু করতে পারবো না। রাখি এখন। আমি ঘুমাবো।
বলে ফোন রেখে দিলো ও। কিছুক্ষন পর মাথা ঠান্ডা হলে রেডি হলো। নীল রঙের একটা শাড়ি পরলো। নীল অহনা আর আয়ান দু’জনেরই প্রিয় রঙ।
তারপর আয়ানকে ফোন দিল।
অহনা- কোথায় আসবো?
আয়ান- তুমি আসবা?! তখন বলেছিলা আসবা না। ফ্রেন্ডদের সাথে কথা হলো। ওরা বললো বাইরে যাচ্ছে। আমি ভাবলাম তুমি আসবা না। তাই ওদেরকে বলেছি যাবো তাদের সাথে।
অহনা- ঠিক আছে। যাও। যা ইচ্ছা করো। আমার তো তোমাকে ফোন দেয়াই ঠিক হয় নাই। আর কোনোদিন তোমাকে ফোন দিবো না।
কথাও বলবো না।
বলে ঠাস করে ফোনটা রেখে দিলো। রাখার পর থেকে ওর মন ভীষণ খারাপ হয়ে গেলো। শুধু কান্না আসছিলো। কেনো সে এতো বোকা।
আয়ান ওকে একটুও ভালোবাসেনা। সেই শুধু বোকার মতো ওর পিছনে ছুটছে।
তার কিছুক্ষন পর আবার আয়ান ফোন দিলো। অহনা দেখেও ধরলো না। কিন্তু আয়ান ফোন করেই যাচ্ছে।
অবশেষে ফোন ধরলো ও।
আয়ান- আমি তোমার বাসার সামনে আসতেছি। তুমি আসো।
অহনা- তুমি না বললা ফ্রেন্ডদের সাথে যাচ্ছ।
আয়ান- ওদের কে না করে দিয়েছি।
তুমি আসো। তোমার মন খারাপ করে আমি কিছু করিনা। দেখো না কতো ভালবাসি তোমায়। তোমার মন খারাপ হলে আমার মনও খারাপ হয়ে যায়।
অহনা- বেশি ডায়লগ দিওনা।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।