সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।
ঘটনা আমাকে পীড়া দেয়।
RAB গঠন করা হইল।
হাজার হাজার পুরুষ ক্রস ফায়ার খাইছে।
বেশির ভাগই ইন্নলিল্লা!
অল্প কয়জন খালি বাচল।
কিন্তু আফসোস কোন নারী এখনো ক্রস ফায়ার খায় নাই।
কেন খায় নাই জবাব চাই।
নারী নীতি বলেছে রাষ্টী সকল ক্ষেত্রে নারীর সমান অধিকার।
ক্রসফায়ারেও তাদের সমান অধীকার দিতে হবে।
একজন পুরুষকে ক্রস ফায়ার দিলে নারীকে দিতে হবে।
নয়ত ব্যালেন্স থাকবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।