আমাদের কথা খুঁজে নিন

   

Opeth - সৃষ্টিশীলতা যেখানে রহস্যময় ...( একটি ব্যান্ড রিভিউ )


গানপাগল বন্ধুরা যখন এক হই সাধারণভাবেই আমাদের আলোচনায় গান ছাড়া অন্য কোন ব্যাপার আসেনা। স্বরাষ্ট্র খালার নয়া নয়া কীর্তি কিংবা চাউলের দাম এত্তো বেশি কেন- এই ব্যাপারগুলো পাত্তাই পায়না! তাই যে যার মত বকবক করতেই থাকি, যার যত জ্ঞান আছে গান নিয়ে কপচাতে থাকি অনর্গল। ওয়েস্টার্ণ মিলন থেকে শুরু করে মেটালিকা কেউই আমাদের সমালোচনা থেকে রেহাই পায়নি। কিন্তু কিছু কিছু মিউজিশিয়ান কিংবা ব্যান্ডের কথা উঠলে সবাই কেন জানি এক সেকেন্ডের জন্য হলেও চুপ করে যাই সবাই, এটা হয় নিজেদের অজান্তেই। হয়ত এটা হয় এজন্য, যে আমরা অবাক হয়ে যাই এদের সৃষ্টিশীলতায় অথবা ইন্সট্রুমেন্টগুলোর উপর এদের অসম্ভব দখল দেখে- এক কথায় শ্রদ্ধায়।

এমনই একটি ব্যান্ড- Opeth. আমাদের মধ্যে যাদের গান শোনার পরিধি বেশ ব্যাপক- বেশ বাংলা, হিন্দি এবং ইংরেজী গান শোনেন, গানগুলোর জেনার(ধাঁচ)সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছেও অপরিচিত ব্যান্ড Opeth। বলা হয়- Opeth হচ্ছে মিউজিশিয়ানদের ব্যান্ড তবে আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি সবাইকে ছুঁয়ে যাবার মতো আশ্চর্য সুন্দর মিউজিক তৈরী করে যাচ্ছে Opeth এবং আশা করি যাবে আরও অনেকদিন। এই পোস্ট পড়ার পর আশা করি পাঠকও মনে মনে ঠিক এই আশাটাই করবেন। Opeth তাদের যাত্রা শুরু করে অন্য আট-দশটা স্ক্যান্ডিনেভিয়ান ডেথমেটাল ব্যান্ডের মতই, ১৯৯০ সালে। Opeth এর অবিসংবাদিত ফ্রন্টম্যান মাইকেল আকারফেল্ডট Opeth এ যোগ দিয়েছিলেন বেজিস্ট হিসেবে এবং তিনিই ব্যান্ডের একমাত্র সদস্য যে এখন পর্যন্ত ব্যান্ডে রয়ে গেছেন, সেইসাথে ব্যান্ডটাকে দিন দিন অন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছেন।

এখন তিনি আছেন গিটারে, বেজিস্টের দায়িত্ব পালন করছেন মার্টিন মেন্ডেজ- আরেকজন গুরু। একটা ডেথমেটাল ব্যান্ডের বেজিস্ট হয়েও তিনি ফেন্ডার এর মার্কাস মিলার সিগনেচার বেজ বাজাচ্ছেন (মার্কাস মিলার জ্যাজ মিউজিকের একজন কিংবদন্তী)। Opeth এর বর্তমান লাইনআপ এরকম- মাইকেল আকারফেল্ডট ( ভোকাল এবং গিটার) মার্টিন মেন্ডেজ ( বেজ ) ফ্রেডরিক অঁকেসান ( লিড গিটার ) মার্টিন এক্সারনট ( ড্রামস এবং পারকাশন ) সম্প্রতি কি-বোর্ডিস্ট পার উইবার্গ Opeth ছেড়ে গেছেন। এর আগে Opeth ছেড়েছেন পিটার লিন্ডবার্গ এবং মার্টিন লোপেজ, এঁরা প্রত্যেকেই অসম্ভব সৃষ্টিশীল বাদক এবং সত্যি কথা বলতে গেলে Opeth এর সাউন্ড অনেকখানিই পরিবর্তিত হয়ে গেছে এদের অনুপস্থিতিতে। Opeth রা নিজেদের জেনারকে দাবি করে- প্রগ্রেসিভ ডেথমেটাল।

কিন্তু আমি মাঝেই মাঝেই ধাঁধায় পড়ে যাই ওরা আসলে কি টাইপের গান করে । জ্যাজ, ব্লুজ থেকে শুরু করে ক্ল্যাসিকাল, রক মিউজিক সর্বোপরি মেটালের সংমিশ্রণে তৈরী একেকটা Opeth কম্পোজিশান আসলেই ইউনিক এবং অদ্ভুত রকমের সুন্দর। ভোকাল, গিটার কিংবা ড্রামসে সবকিছুতেই একটা নিজস্বতা রেখে দেয়ার প্রবণতা আছে Opeth এর সদস্যদের যদিও সবকিছু ছাপিয়ে কম্পোজিশানে ভোকাল ও গিটারিস্ট আকারফেল্ডটের কাজের আধিপত্য খেয়াল করার মত। শুরুতেই কথা বলা যাক ভোকাল নিয়ে। এমনিতে ভোকাল আকারফেল্ডটের গলা খুবই ক্ল্যাসিকাল, খুব সহজেই ব্লুজ, জ্যাজ গাইতে পারেন ( আমার মনে হয় তাঁকে রবীন্দ্রসংগীতও করানো যাবে, এতই সুন্দর কন্ঠ )।

কিন্তু তার ডেথ-গ্রোল শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে এই একই লোক এত ভালো ক্ল্যাসিকাল গাইতে পারে! চোখের পলকে ক্লিন ভয়েজ থেকে ডেথ-গ্রোলে চলে যাওয়ার আশ্চর্য ক্ষমতা রাখেন এই ভদ্রলোক! Opeth যে ধরণের ট্র্যাকের জন্য বিখ্যাত- সেগুলোতে অনেক হাই টেম্পোতেও ক্লিন-ডেথ গ্রোল শিফটিং করে দেখিয়েছেন তিনি। এ কারণেই আমার এক বন্ধু একবার আমাকে প্রশ্ন করেছিল- “Opeth এ কয়জন ভোকালিস্ট?!” যদিও Opeth এর বর্তমান এলবামগুলোতে ক্লিন ভয়েজই বেশি শোনা যায়। তাদের Damnation এলবামের সবগুলো গানই ক্লিন-ভয়েজে কম্পোজ করা। এবার আসা যাক ইন্সট্রুমেন্টে। এখানেও অন্যরকম Opeth।

গান শুরু হয় প্রচন্ড হেভি ডিস্টরশন, দ্রুতলয়ের রিফ আর ডাবল-পেডালের উপর নির্মম অত্যাচার দিয়ে, আর মাঝখানে থাকে শুধু একুস্টিক গিটার এবং পিয়ানোর কিছু রহস্যময় এবং অবশ্যই অসম্ভব জটিল কিছু কম্পোজিশান। Opeth এর ডিস্টরশনও মনে রাখার মত। অন্য আট-দশটা ব্যান্ডের মত ব্রুটাল নয়, বরং অনেক মেলোডিয়াস। না শুনলে ব্যাপারটা ঠিক বোধগম্য হবেনা, একবার শুনলেই অন্যান্য ডেথমেটাল কিংবা হেভিমেটাল ব্যান্ডের সাথে পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। আর বেজলাইন নিয়ে একটা কথাই বলতে পারি।

হেভিমেটাল কিংবা ডেথমেটালে বেজ এর কারিশমা বোঝানো যায়না আসলে, রক মিউজিকে বেশ ভালোভাবেই করা যায় ব্যাপারটা কারণ বেজ গিটার আসলে একেবারে জ্যাজ মিউজিক ঘেঁষা একটা ইন্সট্রুমেন্ট। Opeth সেটাও করে দেখিয়েছে যে বেজ গিটার শুধুমাত্র একটা রিদমিক কিংবা পারকাসিভ ইন্সট্রুমেন্টই নয় ( সেটা আমার এবং অন্যান্য বেজিস্টের জন্য অনেক বড় একটা প্রেরণা! )। লিরিক্সেও Opeth এর বৈচিত্র খেয়াল করার মত। সৌন্দর্য, প্রকৃতি, ঋতু পরিবর্তন থেকে শুরু করে প্রেম, একাকীত্ব, হতাশা, নিষ্ঠুরতা সব ভীড় করে Opeth এর গানের কথায়। এতসব বৈচিত্রের কারণে তাদের ট্র্যাকগুলোর দৈর্ঘ্যও হয় সেইরকম।

বেশিরভাগ গানের লেংথই দশ মিনিটের মত, বিশ মিনিটের কম্পোজিশানও আছে তাদের এলবামে। Opeth এর প্রথম এলবাম Orchid বের হয় ১৯৯৫ সালে। এরপর একে একে বের হয় Morning Rise, My Arms your Hearse, Still Life, Blackwater Park, Deliverance, Damnation, Ghost Reveries, Watershed এলবামগুলো। Blackwater Park কে ধরা হয় Opeth টার্নিং পয়েন্ট হিসেবে, আমার মতে এটাই ওদের সবচেয়ে জোশ এলবাম। এরপরই Opeth আন্তর্জাতিক খ্যাতি পেয়ে যায়, একইসাথে বিলবোর্ডে সম্মানজনক স্থান এবং ব্যবসায়িক সাফল্য।

Opeth এর এলবামগুলোতে ডেথমেটাল থেকে ধীরে ধীরে প্রগ্রেসিভ রকে শিফট করার একটা ধারা খেয়াল করার মত। তাঁদের সর্বশেষ স্টুডিও এলবাম Watershed পুরোপুরি প্রগ্রেসিভ রক জেনারের একটা এলবাম। যারা একটু সফটকোর রোমান্টিক গানের ফ্যান তাঁদের জন্য এই গানটা must listen! অসাধারণ লিরিকস- I once upon a time Carried a burden inside Some will ask goodbye A broken line but underlined There's an ocean of sorrow in you Sorrow in me... এই গানগুলোও অসাধারণ, শুনলেই বুঝতে পারবেন- The Grand Conjuration Porcelain Heart Harvest অনেকেরই পুরো ডিস্কোগ্রাফি শোনার সময় কিংবা ধৈর্য থাকেনা। তাদের জন্য একটা শর্ট লিস্ট করে দিলাম ( দুঃখিত সময়ের অভাবে ডাউনলোড লিংকগুলো সংযুক্ত করে দিতে পারিনি Google এ একবার গুঁতো মারলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন ) ( যারা সফটকোর গান বেশি পছন্দ করেন, ক্লাসিকাল মিউজিকের ভক্ত তাদের জন্য এই গানগুলো ) ১। Burden ২।

Coil ৩। In My Time of Need ৪। Hope Leaves ( এই গানটা একা একা বসে শোনা ভালো, আপনার হৃদয় ছোঁবেই) ৫। Harvest ৬। To Rid the Disease ৭।

Ending Credit ( Instrumental ) ( যারা একটু ভারি এবং হাইটেম্পোর কম্পোজিশান ভালোবাসেন। পুরোপুরি ডেথমেটাল কম্পোজিশান। আরেকটা কথা- এই গানগুলোই Opeth এর অরিজিনালিটি। এগুলো না শুনলে Opeth শোনা হবেনা! ) ১। The Twilight is My Robe ২।

Blackrose Immortal ৩। Demon of the Fall ৪। The Moor ৫। Bleak ( অবশ্যই শুনবেন! ) ৬। Blackwater Park ( Opeth এর শ্রেষ্ঠ কম্পোজিশান আমার মতে ) ৭।

Ghost of Perdition আশা করি, আমার মত করে আপনারাও Opeth এর মাঝে কিছু নতুনত্ব খুঁজে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.