To love what you do or to do what you love is the question to be answered!
সাভারের রানা প্লাজার ধ্বংস স্তুপ হতে ১৭ দিন পর জীবিত উদ্ধারকৃত রেশমা সম্পর্কে এটিএন সাংবাদিক ও সাবেক স্বৈরাচার রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরিচিত ব্যক্তি মুন্নী সাহা বলেছেন, "মালটা ফ্রেশ"।
আজ সাভারের ধ্বংস স্তুপের সামনে মুন্নী সাহা এ কথা বলেন।
মুন্নী সাহা বলেন, ১৭ দিন ধ্বংস স্তুপের নিচে খানা খাদ্য পানীয় এটিএন বেতীত বাচিয়া ছিল রেশমা। ইহা এমনই অবিশ্বাস্য ঘটনা যে আমি কুন মতেই বিশ্বাস যাইতে পারি না। তার চেহারা দেখেন, কি রকম জেল্লা বাইর হইতেছে।
দেখলে মনে হয় এই মাত্র পারসনা হইতে বাইর হইল। গার্মেন্টসের মাইয়া ১৭ দিন না খাইয়া এত ফ্রেশ কেন?
আবেগঘন কণ্ঠে মাইক হাতে মুন্নী সাহা বলেন, বিগত ৪৫টি বতসর হেন স্নো পাউডার, হেন মলম মশলা নাই যা আমি মাখি নাই। তারপরও টিভিতে আমার চেহারা দেখলে কুলের বাচ্চা প্যান্ট নষ্ট করে। বাচ্চার পিতা মাতা চ্যানেল চেঞ্জ করিয়া দেয়। রিকশায় পাঁচ টেকা বেশী ভাড়া দিতে হয়, সিএনজি চালক আমায় প্যাসেঞ্জার লইতে চায় না।
গ্রামে গঞ্জে বাচ্চাদিগকে রাত্র কালে ঘুম পাড়ানোর সময় বলা হয়, ঘুমা রে গেদা ঘুমা নাইলে মুন্নী সাহা আইব। একমাত্র কদর করেন পল্লীবন্ধু এরশাদ। অথচ রেশমা ১৭ দিন না খাইয়া একদম ফ্রেশ। এইটা আবার কুন বিচার?
ক্ষুব্ধ কণ্ঠে মুন্নী সাহা বলেন, স্বয়ং পল্লীবন্ধুও রেশমার ফ্রেশ থাকা নিয়া আমায় বকাবকি করেছেন। তিনি বলেছেন, প্রতিদিন ডিম দুধ কলা জুস খাইয়াও তিনি ফ্রেশ থাকতে পারেন না, ঘন ঘন লেজার মারিয়া চামড়া টান করতে হয়, আর ১৭ দিন না খাইয়া কুন সাহসে রেশমা ফ্রেশ থাকে? সর্বোপরি জীবনে এই প্রথম বার তিনি আমায় বলিয়াছেন, "মুন্নী একটু ফ্রেশ হইতে চেস্টা কর"।
গায়ে উড়ে এসে বসা শত শত মাছি সরাতে সরাতে মুন্নী সাহা বলেন, আমার সন্দেহ রেশমা ঐ ধ্বংস স্তুপে আটক ছিলই না। তাকে বাকশালী সরকার গুপনে এই চিপার মধ্যে ঢুকাইয়াছে। এই কারনেই মালটা এত ফ্রেশ।
রেশমা ফ্রেশ হলে মুন্নী সাহার কি সমস্যা, দর্শকের এমন প্রশ্নের জবাবে কাঁদতে কাঁদতে মুন্নী সাহা বলেন, কিছু কথা থাক না গুপন।
বিঃ দ্রঃ ইহা এক-খানা কপি-পেস্ট গল্প প্রযোজনা।
মুন্নি আফার কুনো পাঁড় সমর্থক যদি এই লেখা পড়িয়া থাকেন, উহা আপনার জন্যে কাকতাল ব্যাপার মাত্র। কপি-পেস্টকারী কোনোভাবেই ইহার দায়ভার গ্রহন করিবেন না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।