পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না ..
ব্লগে মেলা লেখাই দেই । কিন্তু দেখি কিছু কিছু আজাইরা পোস্ট কমেন্টে ভরে গেলেও আমার ব্লগে কেউ দয়া করে একটা কমেন্টও দেয় না । তাই চ্যালেঞ্জই নিয়ে বসলাম । ব্লগ !!!! ..... আজ তোর একদিন কি আমার ..... । যা হোক , আমার কলেজ জীবন থেকেই শুরু করি ।
এসএসসি তে ভাল রেজাল্ট করে আমার পাখনা গজিয়ে গিয়েছিলো ( তখন কিন্তু এখনকার মত "বাদ যাবে না কোনো শিশু" টাইপ অবস্থা ছিলো না ) । তো কলেজ আমার ( বা আমাদের ) পাখনা দিলো এক কোপে কেটে । আমাদের ভীষন রাগ হলো । এত সাধের পাখনাটা কিনা কেটে দিলো !!! আমরা হুঙ্কার ছাড়লাম ..... কলেজ !!!! আজ তোর একদিন কি আমার .... কিন্তু আফসোস !! সেই দিন আর এলো না । নতুন নতুন পাখনা গজালে যা হয় আর কি ... এক মেয়ের প্রতি দুর্বল হয়ে খেলাম চরম এক আছাড় ।
তো তখন আবার নিলাম চ্যালেঞ্জ , মেয়ে !! আজ তোর একদিন কি আমার ..... । কিন্তু আফসোস , সেই দিনটাও আর এল না :# ( । কিন্তু এইসব করতে করতে পড়াশোনার যে ১২+১২=২৪ টা বেজে যাচ্ছে সেই দিকে খেয়াল হলো ইন্টার পরীক্ষার মাসখানেক আগে । তখন আবার ছাড়লাম হুঙ্কার .... পড়া !!! আজ তোর একদিন কি আমার .... । বলা বাহুল্য , আমার হুঙ্কারে কোনো কাজ হল না ।
ইন্টারে যথারীতি চরম ধরা খেলাম । ধরা খাওয়া মন নিয়ে আবার ফিরে এলাম নিজ এলাকায় । শুরু করলাম ভার্সিটিতে ভর্তির জন্য কোচিং করা । জীবনে প্রথম বারের মতো দিলাম সত্যিকারের চ্যালেঞ্জ .... ভার্সিটি !!!! আজ তোর একদিন কি আমার ..... । এই চ্যালেঞ্জে সফলও হয়ে গেলাম ।
এখন ভার্সিটির ছাত্র হয়ে নিয়েছি নতুন এক চ্যালেঞ্জ । এতদিন কাটিয়ে দিলাম অথচ একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারলাম না !!! তাই আমার এখনকার চ্যালেঞ্জ ... গার্লফ্রেন্ড !!! আজ তোর একদিন কি আমার ......
বিঃ দ্রঃ উপরে বর্নিত ঘটনার পুরোটাই কাল্পনিক । কারও জীবনের সাথে যদি এই ঘটনা পুরোপুরি বা আংশিক মিলে যায় তা অনভিপ্রেত ও কাকতালীয় । এর জন্য লেখক কোনমতেই দায়ী নয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।