পুরা গল্প টা আকজনের কাছ থেকে শুনা-----
আমার বন্ধু ভাল একটা চাকরি করে। কিন্তু জব টা এই রকম যে বাহির থেকে তার ভিতর টা যে গোবরে ভর্তি টা বোঝা যায় না। সে যাদের অধীনে কাজ করে তারা এই জগত এই পৃথিবী সম্পর্কে কিছুই জানে না।
কিন্তু ভাই একটা কথা না বললেই নয়, উক্ত উপরস্থ কর্ম কর্তার সাথে যদি ৫ মিনিট কথা বলেন, আপনার মনে হবে আপনি কিছুই জানেন না।
যাই হোক, তো সেদিন আমার বন্ধুর কথা মত তার সিনিয়ার এর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলাম।
কথায় কথায় লাদেন প্রসঙ্গ আসলো। সে তার বক্তব্য শুরু করল, ভাই বিশ্বাস করেন পুরা নিজের মত করে। আর এমন সব ইংলিশ ব্যবহার শুরু করলেন, শুনে মনে হবে ওবামার সাথে তার প্রতিদিন কথা হয়।
কিন্তু আপনি তো জুনিয়ার কিছু বলতে পারবেন না।
শুনে খুব হাসি পেল।
কিন্তু দুখের কথা হল, আজ সকালে জানতে পারলাম সে নাই আরও উঁচু পদে যাচ্ছে। হা হা হা। নিজের অজান্তেই হাসি পেল।
মনে হচ্ছে এদের কে সামনে রেখে আমাদের চলতে হবে। যারা কিছুই জানে না।
দেশ, বিশ্ব সম্পর্কে কোন ধারনা নাই।
মনে হয় একটি সংগঠন এখন তার ঐতিহ্য হারাতে যাচ্ছে। দেখার কেও কি নাই?
গুরুত্ব পূর্ণ পদে কাও কে নিয়োগ দেয়ার আগে সব কিছু দেখে শুনে দেয়ার রীতি টা অতীতে ছিল। এখন মনে হয় উঠে গেসে তাই এই অবস্থা। শুধু বলবো চরিত্র ঠিক তো সব ঠিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।