আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারাদিনের eXclusive News Byমেঘবন্ধু


সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আজকের লিডিং নিউজগুলো। চন্দ্রিমা উদ্যানে চলছে মাদ্রাসা ছাত্রদের কারাতে প্রশিক্ষন, উদ্দেশ্য হরতালে পুলিশের উপর হামলা চালানো। অপরিস্কার স্থানে, কোন প্রকার মেশিন ছাড়া, বিশুদ্ধ না করেই বোতলজাত করা হচ্ছে "ফিল্টারের পানি"। পরে সাপ্লাই দেয়া হচ্ছে অভিজাত সব রেস্টুরেন্ট, ফাস্টফুড শপ সহ সব জায়গায়। ফিল্টারের পানির নামে মানুষজনকে খাওয়ানো হচ্ছে বিষ।

৪৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ গঠন। দাতাদের প্রতিশ্রুত অর্থ না আসার কারনে রেলের সকল(প্রায় ২০ টি) প্রকল্প বন্ধ। আবারো বড় ধরনের দরপতনের দিকে শেয়ার বাজার। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা। অনশন, ধর্মঘটের কেয়ার করেনা সরকার।

বিশিস্ট পরমাণুবিদ ড. ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। শেখ হাসিনার উদাসিনতা। কয়েকটি স্থানে দোয়া মাহফিল ও মিলাদ ছাড়া কোন কিছুই করা হয়নি। জাতিসংঘের সম্মেলনে শেখ হাসিনা। সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

সরকারে উদাসিনতায় আইন ব্যবস্থার চরম অবনতি। শিশু কিশোরদের হাতে চলে এসেছে অস্ত্র। আজ পল্লবী থানায় অস্ত্র সহ দুই কিশোর আটক। সরাস্ট্রমন্ত্রীর ব্যর্থতায় নাখোশ মন্ত্রী পরিষদের সদস্যরা। ভারতীয় সুতার দাপটে ঠাই পাচ্ছে না আমাদের দেশীয় সুতা।

সরকারে কোন পদক্ষেপ নেই। জনপ্রিয় হয়ে উঠেছে ''মোবাইল মানি অর্ডার সার্ভিস''। মাত্র ১০ মাসে সাড়ে পাচ কোটি টাকা মুনাফা। এক ম্যচে চার গোল করে মেসি'কে পেছনে ফেলে দিলেন 'রোনালদো'। মোবাইলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম "সিমবিয়ান"কে পেছনে ফেলে শীর্ষে গুগলের "অ্যান্ড্রয়েড"।

যুক্তরাস্ট্রের নাগরিকত্ব থাকা সত্ত্বেও বিমান থেকে অপমান করে নামিয়ে দেয়া হল মুসলিম দুই ধর্মীয় নেতাকে। লাদেন নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার চিফ পলাতক। সম্পূর্ন ইন্ডিয়ার অনুকরনে এন টিভিতে প্রচারিত হতে যাচ্ছে ডেইলি সোপ "টারমিনাল" তবে এতে ইন্ডিয়ার মত উত্তেজক পোষাক থাকবে কি না জানা যায়নি। কালীগণ্জে দুই যুবদল কর্মীকে পিটিয়ে নদীতে ফেলে দিয়েছে যুবলীগের কর্মীরা। থানায় অপমৃত্যু মামলা দায়ের।

পুলিশের বিরুদ্ধে পাচ লক্ষ টাকার ঘুষ খাওয়ার অভিযোগ। "প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম আর ব্যবসায়ের আখড়া হিসেবে গড়ে উঠছে, আর খেসাড়ত দিতে হচ্ছে শিক্ষার্থীদের": বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশন চেয়ারম্যান, ড. এ কে আজাদ। আজ এ পর্যন্ত। আপনাদের ভালো লাগলে আবারো হাজির হব আরও অনেক নিউজ নিয়ে। শুভরাত্রি।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।