আমাদের কথা খুঁজে নিন

   

Confessions (2010): মাথা আউলানো একটা মুভির রিভি্উ

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
মেলা দিন পর একখান মুভি দেখলাম। মুভি দেখার আইডিয়াটা ঠিক ছিলো মাগার যেই মুভিটা দেখলাম ঐটা দেখাটা ঠিক হয় নাই। কারন, এই গরমে ঐ মুভিটা দেইখা আমার মাথা পুরাই আউলাইয়া গেছে। এখন আর মাথা ঠান্ডা করবার পারতাছি না।

টোটাল মায়েরে বাপ সিনেমা। মুভিটা কেউ দেখছেন কিনা কইবার পারি না। মাগার যারা আমার মতো মাথা আউলাইতে চান তাগো লাইগা হাইলি রেকমেন্ড করলাম। না দেখলে লাইফ বৃথা। সেই মুভিটার নাম Confessions (2010)।

ইহা একটি জাপানিজ মুভি যার অরিজিনাল টাইটেল হলো Kokuhaku (original title)। মুভিটা মূলত একটি psychological thriller মুভি। জাপানিজ ভাষার এই মুভিটার মেকিং বেশ ভাবের। ১০৬ মিনিটের মুভিটার ভাবসাবই আলাদা। শুরুতে একটু বোরিং লাগবে, মাগার ঠিক ২৯ মিনিটে যদি চেয়ার থেইকা না পড়েন আমারে কইয়েন, আপনারে চায়ের দাওয়াত দিমু।

মুভিটার বেশ কয়েকটা পার্ট আছে। প্রত্যেকটাই ইন্টারলিংকড। প্রতিটা পার্টেই চমক আছে, আর যতদূর কাহিনী আগাবে ঘটনার জটও আরও পরিষ্কার হবে। কাহিনীটা একটু বইলা দিই, শুরুতে দে্খা যাবে, একজন ক্লাস টিচার তার ছোট্ট মেয়ের মারা যাওয়ার কাহিনী তার স্টুডেন্টদের কাছে বর্ননা করছে। ঐ মার্ডারের পিছনে ঐ সেকশনেরই দুই ছাত্রের হাত ছিলো।

কাহিনীর প্রতিটি ধাপেই দেখা যাবে, সেই ঘটনার প্রতিশোধের অন্যরকম গল্প। সেই ঘটনাকে কেন্দ্র করে্ কার কি ভূমিকা ছিলো এবং সেই ঘটনার পরবর্তি ইফেক্ট নিয়েই এই মুভিটার কাহিনী অগ্রসর হবে। আগেই বলছি,মুভিটার মেকিং একটু ভাবসাবের। দেখে মনে হতে পারে এত ভাবের দরকার কি। মুভিটা আমি পুরাই দম বন্ধ করে দেখছি।

কারন,দম ফালানোর টাইম নাই। ভাবের কাহিনী,ভাবের মেকিংতো লাগবেই। আর সাইকোলজিকাল থ্রিলার যেহেতু মনের ভেতর একটা চাপ পড়ে। মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারন, কাস্টিংটাও দারুন। তবে এই মুভির ইংলিশ ভার্সনটা দেখলে হয়তো আরো জোস লাগতো।

কারন সাবটাইটেলের দিকে সারাক্ষণ তাকায়ে থাকতে হইছে। পাছে, কিছু মিস করে ফেলি। এন্ডিং দেইখা আমি সিম্পলি হাঁ হইয়া তাকায়ে ছিলাম। শালা ডিরেক্টরের বাচ্চা বানাইছে কি!! এককথায় অসাধারন। অনেক দিন পর একটা মুভি দেইখা মুগ্ধ হইলাম।

আপনারা যারা আমার লাহান টাস্কিত হইতে চান তারা প্লিজ এই মুভিটা দেখেন। পরাণটা জুড়ায়ে যাইবো, তয় মাথার তার ছিইড়া যাইবার পারে। ডাউনলোড লিংক: Click This Link
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।