আমাদের কথা খুঁজে নিন

   

এস,সি,বি বনানী ব্রাঞ্চ এর এটিএম বুথ এ জাল টাকা এবং এক তরুনীর রাম ধোলাই



ষ্টান্ডার্ড চার্টাড ব্যাংক বনানী শাখায় গিয়েছিলাম আজ দুপুরে। ব্রাঞ্চে ঢুকে নিজের কাজ শেষ হওয়া মাত্র শুনি হাউ কাউ। দৌড়ে ম্যানেজারের রুমে গেলাম। যা দেখলাম তাতে আক্কলগুড়ুম। এক তরুনী ঐ শাখার মহিলা ম্যানেজারকে ধরাশায়ী করে ফেলেছে।

অভিযোগ- সে এটিএম থেকে টাকা তুলে জমা দিতে গেছে একই ব্যাংক এ, তখন একটি জাল নোট ধরা পড়েছে। ম্যানেজারের কাছে এ অভিযোগ করতে গেলে তিনি বলেন, এর কোন প্রমাণ নেই, তাই তিনি কিছু করতে পারবেন না। তরুনী বলেন তিনি বিদেশ থাকেন এই মাত্র পাশের বুথ থেকে টাকা তুলে জমা দিচ্ছেন। এটা জাল হলেই ব্যাংকের এটিএম থেকেই হয়েছে। আর এ নিয়েই প্রায় হতাহাতি অবস্থা।

তরুনীর সাথে থাকা এক তরুন চিৎকার শুরু করলো। বললো-সে এটা নিয়ে পত্রিকাতে এড দেবে, সবাইকে এ জালিয়াতির কথা জানাবে.,..ইত্যাদি। আমি বেশ মজা পেলাম এ প্রতিবাদে। কারন আসি নিজেও এমন একটি ঘটনার শিকার হয়েছিলাম কিছুদিন আগে এবং নীরবে হজম করেছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.