সারাদিন আড্ডাবাজ়ি,অহেতুক ঘুরোঘুরি। অযথা সময় নষ্ট,ইচ্ছে করেই পথভ্রষ্ট। সন্ধ্যা কাটে টি স্টল এ,এক কাপ চা,কয়েকটি সিগারেট আর তুমুল আড্ডাবাজ়িতে। মাঝরাতে পাগলামি,প্রায়ই হিমু সেজে পথে নামি। ঘুমন্ত নগরে চন্দ্র হন্টন,হঠাত করেই উদাস মন।
উদাস মনে ঘরে ফেরা অথবা ছাদ
নবাব ফয়জুন্নেসার জন্ম হয়েছিল ১৮৩৪ সালে লাকসামে। উনি ছিলেন একাধারে কবি,সমাজসেবক। নারি শিক্ষার অগ্রগতির জন্ন্য তার অবদান ছিল অসামান্য। তিনি অনেক স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ ও রাস্তাঘাট নির্মান করেন যার মাঝে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্দ্যালয় ও লাকসাম সরকারি কলেজ অন্যতম। বলা হয়ে থাকে উনি ১৮৯৪ সালে উনি হজ্জ পালন করেন এবং মক্কায় একটি মাদ্রাসা ও মুসাফিরখানা স্থাপন করেন।
বাংলার মহিলাদের মাঝে উনিই সর্বপ্রথম ১৮৮৯ সালে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে নবাব উপাধি লাভ করেন। মরার আগে উনার সম্পদের বিশাল একটি অংশ দিয়ে গেছেন দরিদ্র শীক্ষার্থীদের জন্ন্য যা বর্তমানে নবাব ফয়জুন্নেসা ট্রাস্ট পরিচালনা করে।
কিছুদিন আগে আমরা আমাদের ফিল্ড সাইড ট্রেইনিং এর জন্ন্য গিয়েছিলাম লাকসাম উপজেলা সাস্থ কমপ্লেক্স এ,তখন ঐ জমিদার বাড়িতে গিয়েছিলাম। কিছু ছবি শেয়ার করলাম।
ইট পাথরেও ঘুনে ধরে!!!
জমিদার বাড়িতে আমার বন্ধুরা।
জমিদার বাড়ি সংলগ্ন মসজিদ।
এছারা এখানে আছে একটি লোকনাথ মন্দির
সবগুলো ছবির মাঝে এটি আমার সবচেয়ে প্রিয়,জমিদার বাড়ির বাইরে তোলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।