বলতে চেয়েছি অনেক কিছুই,
না বলা কথা যেথায় ঝড় তোলে আমার হৃদয় পানে
ভাসিয়ে নেয় আমায় অনুভূতির নতুন দুয়ারে।
হাজারো সুরের শুধু একটাই চাওয়া।
চোখ শুধু অপলক তাকিয়ে রয়।
হাজারো স্বপ্নের স্রষ্টা খুজে ফিরে নিওতি,
চোখের আয়নায় যার প্রতিচ্ছবি,
হাজারো নিয়তির যেখানে হয়েছে মিলন।
লিখতে পারিনি যা চেয়েছি,
শুধু অব্যক্ত শব্দমালা বুকে নিয়ে বেঁচে আছি।
লাখো শব্দের অজস্র মালা,
গেঁথে আছে শুধু একটি অনুভূতি
ভালবাসি তোমায়......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।