আমাদের কথা খুঁজে নিন

   

আ্যডের কনসেপ্ট এতটা ফালতু না হলেই কি নয়??



আজকাল বিগ্গাপন গুলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। মেরিল স্প্ল্যাশ এর একটা বিগ্গাপন কাল দেখলাম। আমার হাসবেন্ড আমার হাতটা ধরল আর হাতটা ধরেই থাকলো......বাসায় তারাতারি চলে আসল বলল একটা পার্টি আছে...খানিক্ষন পর বলল চলনা আজ বাসাতেই থাকি......বিয়ের চার বছর পর হাসবেন্ডের এই মনোযোগ ভালই লাগছে!!!!! হোয়াট দ্য হেল??? খুব রোমান্টিক মুড এ কথা গুলো একজন পতিভক্ত নারী বলছেন তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু "পতিভক্তি" এই যুগের একটা এ্যডের থিম?? আর স্বামীর চার বছর যেতে না যেতে মনোযোগ চলে যায় আবার সেই মনোযোগ ফিরানোর সাধনায় নারীকে ব্যস্ত থাকতে হবে। সাবান ঘষে সেই মনোযোগের তপস্যা করতে হবে এই কনসেপ্টের মার্কেটিং চলছে?? ইনডিয়ান কোনো ফালতু এ্যডের কপি কোনো সন্দেহ নাই।

খুব সম্ভবত পন্ডস এর এই টাইপ কনসেপ্টের এ্যড দেখেছিলাম। কিন্তু ইনডিয়ানরা ঐ কনসেপট দিল বলেই কপি করে ফেলতে হবে?? এরা তো সিরিয়ালে গোপি রাশি টাইপ আধুনিক মান্ধাতা সব মেয়েকেই আলটিমেটলি ঘরের দাসী হিসেবে অথবা ঘরের পলিটিশিয়ান হিসেবে প্রেজেন্ট করে। এ্যড মেকাররা এ্যড বানানোর আগে এদেরকে কপি না করে নিজে একবার চিন্তা করলে কি খুব সমস্যা হয়ে যেত? এসব ফালতু এ্যড কিছুক্ষন পরপর সব চ্যানেল এ দেখায়। ছেলে বা মেয়ে যেই হোক সাবান শ্যাম্পু তেলের এ্যডে এই প্রোডাক্ট ঘষতে হবে শুধুমাত্র অপজিট জেন্ডারকে আকৃষ্ট করার জন্য এই টাইপ কনসেপ্ট থেকে কবে বের হয়ে আসবেন আল্লাহই জানেন। তবে তারাতারি বের হয়ে আসুন।

নতুন কিছু আমাদের উপহার দিন। আমরা নতুন করে কিছু চিন্তা করতে শিখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.