ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
ভাইজান জানলাম আমাগো দেশে নতুন সামাজিক সাইট sitetalk এর আভির্বাব হয়েছে, এতে নাকি সামাজিকতা রক্ষার পাশাপাশি অর্থ ও উপার্যন করা যায়। কিন্তু এর তো কোন আগা মাথা বুঝবার পারতাছি না। কেউ কি এদের কাছ থেকে টাকা উপার্যন করেছেন? তাহলে এতে কিভাবে কাজ করা যায়, মানে কিভাবে টাকা উপার্যন করা যায় এ ব্যাপারে কেউ কি একটু হেল্পাউবেন ?
প্লীজ ভাই বকা ঝকা কইরেন না, কারন এর আগে এরূপ একটা পোষ্ট কইর আপনাদের বকা ঝকার তারনায় পোষ্টটি সরিয়ে নিতে বাধ্য হইছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।