আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ অঙ্গন ১৬শ (মে ২০১১) সংখ্যার জন্য লেখা জমা দেয়ার শেষ তারিখ ২০ মে ২০১১

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
যাঁরা এ পর্যন্ত লেখা জমা দিয়েছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাঁরা ভুলে গেছেন, তাঁদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার মে-সংখ্যার জন্য লেখা জমা দেয়ার তারিখ ২০ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

লেখা নিচের মেইলে এ্যাটাচ করে পাঠাতে হবে : পান্থ বিহোস এ সংখ্যাটি সম্পাদনা করবেন। ১) এই সংখ্যাটি হবে কবিতা-প্রধান। সর্বোচ্চ ২টি কবিতা জমা দেয়া যাবে। দয়া করে আলাদা ফাইলে না দিয়ে কবিতা একই ফাইলে পাঠাবেন। আর অবশ্যই আপনার সেরা কবিতা পাঠাবেন।

২) গল্প। গল্পের দৈর্ঘ্য ছাপানো ম্যাগের অনধিক ৫ পৃষ্ঠা হওয়া বাঞ্ছনীয়। অনেকে দীর্ঘ গল্প পাঠিয়েছেন, সেগুলো বিবেচনা করা হচ্ছে না। দয়া করে ১টির বেশি গল্প পাঠাবেন না। ৩) ছড়া।

৪) বই-সমালোচনা। ৫) ব্লগীয়/ফেইসবুকীয় (ইন্টারনেটীয়) সাহিত্যের উপর নিবন্ধ। ৬) অন্যান্য বিষয়ের উপর প্রবন্ধ। ৭) দয়া করে SutonnyMJ ফন্টে টাইপ করুন। একান্তই যদি সম্ভব না হয়, ইউনিকোড বাংলায় টাইপ করা লেখা পাঠানো যাবে।

মেইলের টেক্সটে না লিখে এ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন দয়া করে। ৮) বাংলা একাডেমী প্রমিত বানানরীতি অনুসরণ করা হবে; তবে, কেউ যদি নিজস্ব, কিংবা অন্য কোনও বানানরীতি অনুসরণ করতে চান, দয়া করে তা উল্লেখ করবেন। ৯) দয়া করে কেউ নিজস্ব ব্লগ থেকে লেখা বেছে নিতে বলবেন না, এবং লেখার লিংক পাঠাবেন না। ১০) লেখার সাথে বাংলাদেশে ম্যাগাজিন পাঠাবার জন্য সঠিক নাম ও ঠিকানা পাঠান। আপনার লেখক নামটি অবশ্যই শুদ্ধাক্ষরে বাংলায় লিখুন।

সবাই ভালো থাকুন। শুভ কামনা।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।