আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশস্থ কাতার দূতাবাসও জানতো না যে তাদের মহামান্য আমীরের ছেলে যে বাংলাদেশের গাঁও গেরামে ঘুরে বেড়াচ্ছে তাবলীগের ঝুলি নিয়ে।

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা

২০২২ সালের ওয়ার্ল্ড কাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব পেয়ে কাতার এখন দিবাস্বপ্ন দেখছে। কিন্তু এ বিশ্বকাপের উম্মাদনা তাদের কোথায় নিয়ে যাবে, এ নিয়ে কেউ ভাবছেনা। তবে কাতার পুরো মধ্যপ্রাচ্যে দাওয়াত ও তাবলীগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কাতারের বর্তমান আমীর শেখ হামাদের ছেলে শেখ ফাহাদ বিন হামাদ নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন তাবলীগের জন্য। এ মহান কাজের গুরুত্ব ও দায়িত্ব উপলব্ধি করে তিনি নিজেকে দূরে রেখেছেন যুবরাজ হওয়া থেকে, যাবতীয় ভোগ বিলাসিতা আর আমোদ ফূর্তির জগত থেকে।

তার একান্ত ইমাম মাওলানা আলী আহমদ বাংলাদেশের আলেম। আমাকে তিনি স্নেহ করেন এব্ং এই সুযোগ কাজে লাগিয়ে আমি তার কাছ থেকে শেখ ফাহাদ সম্পর্কে অনেক কিছূ জানতে পারি। ২০১০ সালেও তিনি নিজের পরিচয় গোপন রেখে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে নিতান্ত সাধারণ বেশ ধরে তাবলীগের চিল্লা লাগিয়ে এসেছেন বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ, রাঙামটির প্রত্যন্ত অঞ্চল থেকে। এর আগেও বেশ কয়েকবার তিনি গিয়েছিলেন ময়মনসিংহ, বগুড়াসহ কয়েক জেলায়। বাংলাদেশ সরকার তো দূরের কথা, বাংলাদেশস্থ কাতার দূতাবাসও জানতো না যে তাদের মহামান্য আমীরের ছেলে যে বাংলাদেশের গাঁও গেরামে ঘুরে বেড়াচ্ছে তাবলীগের ঝুলি নিয়ে।

আরবী, ইংরেজী, ফ্রেঞ্চ ও জার্মানী- এ চারটি ভাষায় দক্ষ এই যুবরাজ নিজেকে লুকিয়ে রাখতে দারুণ সতর্ক। কাদাপানিতে হাঁটছেন, নিজের হাতে কাপড় ধুচ্ছেন, রিকশাওয়ালা ও কৃষকদের পাশে বসে দুআ শিখাচ্ছেন, কোনো নিরাপত্তা ছাড়াই মসজিদে মসজিদে রাত যাপন করছেন, এসব দেখে কে বলবে যে, এই সাধারণ বেশের লোকটি বর্তমান পৃথিবীর তৃতীয় ধনী দেশের আমীরের ছেলে। অথচ নিজের দেশে আগে পিছে কতো নিরাপত্তার আয়োজন তার জন্য। কাতারের বর্তমান আমীর নিজের ছেলের এমন সাদাসিধে চালচলন ও ইসলামের জন্য তার মায়া ও ত্যাগ দেখে আনন্দিত। তিনি বলেছেন, এভাবে পরিচয় গোপন করে আল্লাহর জন্য কাজ চালিয়ে যেতে পারলে তুমি করে যাও।

আর তাই কাতারের যে কোন মসজিদে উম্মুক্ত বয়ান ও জামাত থাকা খাওয়া এবং ইজতেমার অনুমতি দিয়ে রেখেছেন তিনি। যা অন্যান্য আরব দেশগুলোতে বিরল। একবার সৌদীআরব কর্তৃপক্ষ এই আমীরকে বলেছিল, তোমার দেশে তাবলীগকে যেভাবে সুযোগ দিচ্ছ, তা বন্ধ কর, নইলে এরা হুমকী হয়ে উঠতে পারে। উত্তরে আমীর তাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন, আমি খুব ভালো করেই জানি, সারা পৃথিবীতে যত দল ও মত আছে, এর মধ্যে নিজের সবকিছু খরচ করে একমাত্র আল্লাহর জন্য শতভাগ নিবেদিত হয়ে দ্বীনের কাজ এরাই করছে। এ নিয়ে আমার মোটেও দুশ্চিন্তা নেই।

এ বছর শেখ ফাহাদ যাবেন রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষ নিজেদের ইসলাম ও পরিচয় ভুলে বসে আছে অন্ধকারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।