১৯৯৩ সালের ১৭ই ডিসেম্বর ঢাকার এক অভিজাত এলাকায় একটি খুন হয়। যথারীতি একজন ডিটেকটিভ উপর দায়িত্ব পড়ে ঘটনাটির তদন্তে।
তিনি সেই বাড়ি এসে দেখলে বাড়ির মালিক খুন হয়েছে। বাড়িতে আর আছে, মালিকের বউ, মালিকের ছেলে, কাজের ছেলে, কাজের মেয়ে, দারোয়ান, মালি। ডিটেকটিভ প্রথমে জিজ্ঞাসা করলেন মালিকের বউকে- আপনি কখন দেখলেন উনি খুন হয়েছে।
মালিকের বউ বল্লেন - সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা বানতে গিছিলাম উপরে এসে দেখি আমার স্বামী খুন হয়েছে।
এরপর ডিটেকটিভ জিজ্ঞাসা করলেন মালিকের ছেলেকে- সে বলল আমি সকালে মর্নিক ওয়াকে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার বাবা খুন হয়েছে।
এরপর ডিটেকটিভ জিজ্ঞাসা করলেন কাজের ছেলেকে- আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে ফিরে এসে দেখি মালিক খুন হয়েছে।
এরপর ডিটেকটিভ জিজ্ঞাসা করলেন কাজের মেয়েকে- সে বলল আমি নিচে কাজ করছিলাম হঠাৎ বেগম সাহেবের চিৎকার শুনে উপরে এসে দেখি সাহেব খুন হয়েছে।
এরপর ডিটেকটিভ জিজ্ঞাসা করলেন দারোয়ানকে- সে বলল সকালে পত্রিকা দিতে এসে দেখি সাহেব খুন হয়েছে।
এরপর ডিটেকটিভ জিজ্ঞাসা করলেন মালিকে- সে বলল বাগানে কাজ করছিলাম হটাৎ বাড়ির ভিতর চিৎকার চেচামেচি শুনে যেয়ে দেখি সাহেব খুন হয়েছে।
ডিটেকটিভ সবার বক্তব্য শুনলেন এবং তিনি বুঝে গেলেন খুনি এদের মধ্যে আছে।
এখন আপনাকে বলতে হবে খুনি কে এবং কি করে বুঝলেন সে খুনি। অবশ্যই যুক্তি দেখাতে হবে।
উত্তর দেবার সময় বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত, ৫.০০ ঘটিকার পর আমি সঠিক উত্তর দিয়ে দিব। সে প্রথম সঠিক উওর দিবেন সে পাবে ৩০ টাকার ফ্লেক্সিলোড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।