মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
নোকিয়া ১০১১। এটিই নোকিয়ার উৎপাদিত ১ম জিএসএম মোবাইল ফোনসেট।
এটি উদ্বোধন করা হয় ১৯৯২ সালের ১০এ নভেম্বর। এই ১০.১১.৯২ তারিখ থেকেই এর নামকরণ করা হয় নোকিয়া ১০১১।
এর ওজন ছিল প্রায় ৪৭৫গ্রাম যা তখনকার সময়ে হালকাতম মোবাইলের সুনাম পায়। এর ওজনের অধিকাংশ ভাগই ছিল এর নিকেল-ক্যাডমিয়াম ব্যাটারির যেহেতু তখন লিথিয়াম আয়ন ব্যাটারির প্রচলন ছিল না। এই ব্যাটারিতে পুরোপুরি চার্জ দিয়ে একটানা প্রায় ৯০ মিনিট কথা বলা যেত।
এই ফোনের ডিসপ্লেতে একসাথে মোট দুটি লাইন লেখা দেখাতে পারত, ফোনবুকে মোট ৯৯টি নাম্বার সেভ করা যেত এবং ছিল লম্বা করা যায় এমন বডি এন্টিনা।
এটিই একমাত্র নোকিয়া ফোন যেটিতে নোকিয়ার বিখ্যাত রিংটোনটি নেই, কারন নোকিয়া টিউনটি বাজারে আসে এই সেট বের হবার ২ বছর পর।
এই সেটটির বাজারজাত বন্ধ হয় ১৯৯৪ সালে এর পরবর্তী নোকিয়া ২১০০ বের হবার পর।
এটি নোকিয়া ১০১১ এর তখনকার জার্মানিতে প্রকাশিত বিজ্ঞাপন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।