রেনুবালা একটি মানুষ
কেবল হিজরা বটে
তায়নাকি এই দেশে তার
জায়গা একটু না জোটে।
পৈতা টুপি জুব্বা তসবি
মসজিদ মন্দির ঘর
রেনুবালার হয়নি আশ্রয়
সবাই করেছে পর।
ধর্ম আর ধর্মের লেবাস
টান টান বাজে সুর
মানুষের মাঝে পশু এসছে
সু-বচন বহু দূর।
রেনুবালা হয়তোবা
আসবে সবার ঘরে
বিধাতা আছে তারি মাঝে
কুকুর করেনী তারে।
কুকুর সেতো সৃষ্টির জীব
সেও ঠাঁই পাই জানি
এমন অন্যায় মূখ বুঝে সব
আর কত নিতে হবে মানি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।