আজ তিন দিন হতে চলল সিগারেটের দাম প্রতিটা ৭.০০টাকা। পর্থম দিনতো বোজলামি না টাকা কেন বেশি নিল? চা-বিড়ি খাইলাম ৩ জনে টাকা দিলাম ৫০টা। কত দিল হিসাব না কইরাই পকেটে চালান দিলাম(সাথে দোস্তরা ছিল )। আজ সকালে ঘুম দিকা উইঠা গেলাম দোকানে। চা আর বিড়ি খাইয়া বিল ১১টাকা(চা ৫টাকা)দিয়া আসতাছি। পিছন থেকা দোকানির ঢাক, ভাইজান আর ১টাকা?? মাথা ঠিক রাইখা দোকানিরে কইলাম আর ১টাকা কেন?? দোকানির সহজ উওর সিগারেটের দাম বারাইছে। মেজাজ খ্রাব কইরা দোকারদাররে কইলাম দাম বাড়াইছে কে ?? বলল ডিলার নাকি বাড়াইছে। আরে বেটা দাম বাড়লে একবারে ১.৫টাকা বাড়েনি?? ওর কোন উওর পাইনা.... আপনাদের কারো কাছে এর উওর খাকলে, দয়া করে বলে যান....
আর একটা কথা। আজই শেষ দিন যা পারেন আজই খাইয়া যান। কারন এর পর থিকা ৭টাহা পিচ চিগারেট খাওয়ানের সাদ্ধ আমার নাই্
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।