আমাদের কথা খুঁজে নিন

   

কনা আসছেন তৃতীয় একক নিয়ে

আমি ইনটারনেটে আয় করি।

১ মে ছুটির আমেজেই কাটাতে চেয়েছিলেন কনা। ছুটি আর মিলল কই! সেদিনও নতুন গানে কণ্ঠ দিতে হয়েছে তাঁকে। এবার গাইলেন ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে ইভ টিজিং নিয়ে একটি গান। এর আগে কখনো এ বিষয় নিয়ে গান করা হয়নি।

আর তাই গানটিকে ঘিরে কনার আগ্রহটাও ছিল বেশ। দুপুরের কড়া রোদ ভেঙেই ইবরার টিপুর স্টুডিওতে গিয়ে হাজির হলেন! কনা বলেন, 'ইভ টিজিং এখন দেশের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমাদের সবারই সচেতন হওয়া জরুরি। অন্য ৮-১০টির চেয়ে আমার কাছে এ গানের গুরুত্ব আলাদা। গানটি গাইতে পেরে অন্যরকম বোধ করছি।

' কনা জানান, রেকর্ডিং শেষে টিপু ভাই যখন বললেন, 'তোমার গায়কীতে আমি মুগ্ধ। যেভাবে গাওয়া দরকার, ঠিক সেভাবেই গেয়েছ। ' মনে হলো কষ্ট সার্থক। গানটির কথা_'বন্ধ করো ইভ টিজিং, চাই না নির্যাতন, পথের বাঁকে থাকবে না আর দুষ্ট ছেলের দল। ' কয়েকদিনের মধ্যেই টিভি চ্যানেলে গানটির প্রচার শুরু হবে।

আসলে কনার কণ্ঠে সব ধরনের গানই সহজে মানিয়ে যায়। কনা নিজেই তার প্রমাণ। ক্যারিয়ারের শুরু থেকেই অডিও, চলচ্চিত্র, বিজ্ঞাপনের জিঙ্গেল সব বিভাগেই কাজ করে যাচ্ছেন একটানা। এ সময়ের বেশির ভাগ সুরকার, সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে কনার। বলা যায়, সবখানে সব গানে কনা আছেন ছড়িয়ে।

গত কিছু দিনেও কণ্ঠ মিলিয়েছেন অনেক নতুন গানে। সামিয়া জামানের নতুন চলচ্চিত্র 'ছেলেটি'তে ইবরার টিপুর সংগীতে গেয়েছেন তিনটি গান। এগুলোর একটি টিপুর সঙ্গে দ্বৈত, একটি একক, অন্যটি প্রান্তিসহ ক্ষুদে গানরাজের কয়েকজন গায়িকার সঙ্গে। শওকত আলী ইমন ও ইমন সাহার সংগীতে কণ্ঠ দিয়েছেন নতুন দুটি চলচ্চিত্রের গানে। জে কে'র সংগীতে গেয়েছেন তাঁর সঙ্গে দ্বৈত গেয়েছেন 'প্রিয়তমা তুমি দাঁড়ি, আমি কমা'র টাইটেলসহ দুটি গান।

এ ছাড়াও আরো কয়েকটি নতুন গানেও কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। ২০০৬ সালে প্রকাশিত হয়েছিল কনার প্রথম একক 'জ্যামিতিক ভালোবাসা'। তিন বছর পর ২০০৯ সালে দ্বিতীয় একক আসে নিজের নামে। সে অ্যালবামের 'বরষা' গানটি এখনো শ্রোতার মুখে মুখে। শ্রোতাদের জন্য সুখবর হলো এ বছরই বাজারে আসবে কনার তৃতীয় একক।

এরই মধ্যে এ অ্যালবামের সাতটি গানের কাজ শেষ। গানগুলোর সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার এবং ফুয়াদ আল মুক্তাদির। বাকি দুটি গান করবেন হাবিব। এরপরই অ্যালবাম প্রকাশের পালা। কনা বলেন, 'দ্বিতীয় এককের গানগুলো ভালো হওয়ায় শ্রোতার প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

আমিও সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই ছুটছি। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।