প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
শাফিক আফতাব............................
জানি বালুবেলাগুলো ফিরবেনা ফিরতি ট্রেনে আর
ট্রেনের অপেক্ষায় শুধু সাগরের শব্দ শুনে দিন যাবে
সুবাসমাখা দিন আর জড়িয়ে ধরবেনা শাড়ীর আঁচল
কালের কপোল তলে ঘুণে পোকাড়া শুধু খাবলে খাবে।
মনে আছে, দেখো বেলাভুমি যখন আঁচড়ে পড়ছিলো তটে__
তুমি শিশুর মতোন জড়িয়ে ধরেছিলে আমায় :
যখন বেলা বসেছিলো প্রায় পটে
তোমার খোলা ফুল থেকে সুবাস ঝরছিলো যেন অমরায়।
বালুবেলা নেই, আছে এখন ধুলোবালুদিন
তুমি নেই, আছে তোমার স্মৃতির শাড়ি, আর রঙিন ঠোঁট
আমি আছি কল্পনার পদ্যে হাওয়ায় রঙিন
আছে আর আমার পুরোনো টাকার নোট।
বালুবেলা জীবনে একদিন আসে, দিনটি অমরাবতীদিন
সে দিনের স্মৃতি মন্থনে, বাঁচি, বেঁচে থাকি যতদিন।
নিসর্গ : ঢাকা
২৭.০৭.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।