আমাদের কথা খুঁজে নিন

   

নিগম্ব সৈকত



প্রায় চার মাস আগে নিগম্ব সৈকত ঘুরে এলাম। দিনটি ছুটির দিন ছিল। কি উপলক্ষ্যে তা মনে নেই। যাই হোক অনেক গুলো ছবি তুলেছিলাম আমার মোবাইলের ২ মে পি ক্যামেরা দিয়ে। ও গুলোই শেয়ার করলাম... প্রথমে যে জায়গায় গেলাম ঐটা শুধু মাছ ধরার জন্য। ঐখানে কেউ পানিতে নামেনা। বালিতে অনেক মাছ শুকানো। মাছ উল্টিয়ে দিচ্ছেন আরও মাছ মাছ ধরার জন্য ব্যবহৃত নৌকা ছোট মাছ ধরে ড্রামে সংরক্ষণ নিগম্ব সৈকত মাছ ধরা হয় বলে অতটা পরিষ্কার না তারপরও কিছু মানুষের আনাগোনা নিগম্ব সৈকত বালির উপর নৌকা সৈকতে দাড়ানো বক কাছে যাওয়ার আগেই বক গুলো উড়াল দিল আরো কিছু মাছ কাকড়া চিংড়ী এই মাছটা কিনতে চাইছিলাম...কিন্তু বিদেশী দেখে কিছুতেই দাম কমালোনা এর পর যেখানে মানুষ জন পানিতে নামে সেখানে গেলাম...জায়গাটা একটা হোটেলের নিজস্ব এলাকা। কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত পানিতে গোসলরত সৈকতের সামনে অস্থায়ী দোকান অস্থায়ী দোকানের মালিকের অনুরোধে তার ছবিটাও তুললাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.