আমাদের কথা খুঁজে নিন

   

আর কত দিন চলবে গৃহকর্মী নির্যাতন

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
আসসালামু-আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন, ৩-৪ দিন ধরে আমাকে জেলে বন্দী করে রাখা হয়ে ছিল একটা ফটো কে কেন্দ্র করে, তো যাই হোক এখন আমি মুক্ত প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় ব্লগ সামুর মোডারেটর সাহেবকে,তার পর আরও ধন্যবাদ জানাই যারা আমি জেলে থাকা অবস্থায় আমার পোস্ট পড়েছেন, এবং সকল সামু বক্তদের- যাই হোক মূল পোস্টে আসি আমার আজকের পোস্ট গৃহ কর্মী নির্যাতন সম্বন্দে....... সবুজবাগ থানা পুলিশ সেন্ট্রাল হাসপাতাল থেকে সুলতানা আক্তার তৃষা নামে আট বছরের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে। তৃষার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক মৃত্যুর কারণ লিখেছে, আঘাতজনিত ও 'অজানা' কারণে মারা গেছে তৃষা। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন এই প্রতিবেদকে বলেন, অজানা কারণ বলতে চিকিৎসক বোঝাতে চেয়েছে যৌন নির্যাতনের কথা। তৃষার জননাঙ্গেও জখমের চিহ্ন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

গত ১০ বছরে নির্যাতনের শিকার হয়ে এভাবে তৃষার মতো প্রায় ৪০০ জন গৃহকর্মী মারা গেছে বলে শ্রমিক সংগঠনগুলোর দাবি। তারা বলছে, বিভিন্ন সংগঠনের দাবি আর সরকারি পদক্ষেপের পরও গৃহকর্মী নির্যাতন বন্ধ হচ্ছে না। মানুষের মধ্যে সহনশীলতা কমে যাওয়ায় গৃহকর্মী নির্যাতন বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার। "এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, নিষ্ঠুরতা", এই প্রতিবেদকে বলেন তিনি। নিহত তৃষার মা নাসিমা বেগম বাদি হয়ে গৃহকর্তা ও গৃহকর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

সাইফুল জানান, কমিশনের পক্ষ থেকে তৃষার মামলাটি তদারকি ও আইনি সহায়তা দেওয়া হবে। নতুন শিশু নীতিতে শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও নগরীতে গৃহশ্রমিকের অধিকাংশই শিশু। তবে এর সঠিক পরিসংখ্যান নেই কোথাও। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, এ সংখ্যা ২০ লাখের মতো। গৃহকর্মী নিবন্ধনের নিয়ম করা হবে বলে শ্রমমন্ত্রী ইতোমধ্যে বলেছেন।

মানবাধিকার কমিশনের মহাসচিব দেলোয়ার বলেন, "নিজ বাচ্চাকে মানুষ যেভাবে আদর যতœ করে, সে রকম মনোভাব গৃহকর্মী শিশুদের প্রতিও দেখাতে হবে। " বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরে ১৪ জন গৃহ শ্রমিক নির্যাতনে মারা গেছে। গত ১০ বছরে ৭২৭ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে। এদের মধ্যে মারা গেছে ৩৯৮ জন। ওই সংবাদ সম্মেলনে ২৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক সরকারের কাছে গৃহ শ্রমিকদের সুরক্ষায় 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০' বাস্তবায়নের দাবি জানায়।

তারা গৃহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কর্মঘণ্টা ও মজুরি নির্ধারণ এবং নির্যাতনকারীদের শাস্তিরও দাবি জানিয়েছেন। ওয়াজেদুল ইসলাম বলেন, "নির্যাতনে গৃহ শ্রমিক হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে প্রভাবশালীরা। অনেক সময় গৃহকর্মীদের হত্যার পর ছাদ থেকেও ফেলে দেওয়া হচ্ছে। " আগামী জুন মাসে জেনেভায় অনুষ্ঠেয় 'গৃহ শ্রমিকদের শোভন কাজ' শীর্ষক আইএলও সম্মেলনে সরকারকে ইতিবাচক ভূমিকা রাখতেও সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। এই খানে আরেকটি ঘটনার কথা আপনাদের না বললেই নয় গত দুই তিন দিন আগে আমার face book এ কয়একটা ছবি দেখে আমি তো চোখের পানি ধরে রাখতেই পারি নাই।

ছবিগুলা এই খানে দিতে পারতাম, কিন্তু দিলাম না একটাই কারন এর আগের পোস্টে এই রকম ফটো ব্যবহার করে আমি সেইফ থেকে জেনারেলে চলে গিয়াছিলাম। এই লিঙ্কে যান, ছবিগুলা দেখে পরে বলেন। View this link তথ্যসুত্রঃ View this link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।