My photo in here. If u choose me like a friend (only friend) send your openion to me at (selimud@hotmail.com)
কবরি ভাষায় “মোহনায় এসে নদী পেছনের পথকে ভুলে যেতে পারে? না, পারেনা, পারেনা বলেই পেছনের পথটা তার সামনে জীবন্ত হয়ে ধরা দেয়।” কিন্তু মানবজীনে? মানুষ যখন তার জীবনকে সুন্দর একটি অবস্থানে দাড় করাতে পারে পেছনের সব কাঁদা-মাখা অতীতকে ভুলে যেতে চায়, আর ভুলেও যায়।
বাস্তবতার করাল গ্রাসে কিছু মানুষকে বলি দিতে হয় তাদের জীবনের স্বপ্ন-চাওয়। এ কেমন বাস্তবতা? কেন কঠিন বাস্তবতার এ নিষ্ঠুরতা? আমি আমার চাওয়ার কথা বলছিনা, সুন্দর একটি অতীতের কথা।
যাক এসব ভেবে লাভ নেই, মানুষতো আর চিরদিন আপন থাকেনা! এক সময়তো সম্পর্কের বিচ্ছেদ ঘটবেই। আমার নাহয় আগে ভাগেই বিচ্ছেদ হল! তাতে আমার দু:খ নেই, দু:খ শুধু আমার দু:খের সারথী নেই বলে। তবুও মনকে সান্তনা দেই এ ভেবে যে, অন্তত কিছুদিনের জন্য হলেওতো আমার দু:খের সারর্থী আমার পাশেই ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।