আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনরে ডাক খালদোর

অনেক সত্য আছে যা বলা যায়না মুখ বুজে সহ্য করতে হয়

সংবিধান সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে এর বিরুদ্ধে আন্দোলনে নামতে দলীয় নেতা-কর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। মে দিবস উপলক্ষে রোববার গাজীপুরে এক সমাবেশে তিনি বলেন, "দেশে এখন কোনো সংবিধান নেই। শহীদ জিয়া যে সব সংশোধনী এনেছেন, যেমন আল্লাহর ওপর আস্থা ও গণভোটের বিধানসহ বিভিন্ন সংশোধনী তারা বাতিল করে দিতে চায়। আমরা এ সংবিধান রক্ষায় রাজপথে আন্দোলনে নামবো। আশা করি, অতীতের মতো আপনাদের পাশে পাবো।

" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান পরিবর্তনের যে উদ্যোগ নিয়েছে, তাতে শামিল হয়নি বিএনপি। এ লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটিতে নিজের নাম তারা অন্তর্ভুক্ত করেনি। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আলোচনায় ডাকা হলেও সে বৈঠকেও যায়নি তারা। বিএনপির অভিযোগ, সরকার সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে চাচ্ছে; যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রহিম' কথাটি আগের মতোই থাকছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, পুঁজিবাজার পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, "তাদের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।

তারা 'ফখরুদ্দীন-মইনুদ্দীন' সরকারের অধীনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে নয়। " দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে তিনি বলেন, "বর্তমানে চালের কেজি ৫০ টাকা। 'ফখরুদ্দীন-মইনুদ্দীন' সরকারের আমলে তা ছিলো ৪০ টাকা। অথচ নির্বাচনের সময়ে তারা (আওয়ামী লীগ) বলেছিলো ১০ টাকায় চাল খাওয়াবে। এ সরকার প্রতারক।

" মধ্যবর্তী নির্বাচনের দাবি পুনরায় তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, "এ দেশটাকে বাঁচাতে আমাদের রাজপথে নামতে হবে। এ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।