আমাদের কথা খুঁজে নিন

   

আমরা e-চার্বাক দর্শনে বিশ্বাসী?

crw-rw-rw- 1 root root 1 /dev/hell

ভারতবর্ষে বেশ কয়েক প্রকার দর্শনের মধ্যে চার্বাক দর্শন অন্যতম। এ দর্শনে বিশ্বাসীরা বিশ্বাস করত ঈশ্বরের অনস্তিত্বে, তারা ছিলেন অধ্যাত্মবাদবিরোধী। তাদের চিন্তাধারা ছিল "দরকার হলে ধার করে খাব, তবুও ঘি দিয়ে ভাত খাব" গোছের। তারা যেভাবে হোক জীবনকে উপভোগ করত। কারণ, তাদের মনে পরকালের অস্তিত্ব ছিল না, তারা জীবনকে উপভোগ করতে চাইত।

কয়েক শত বছর পুরনো এ দর্শন বর্তমানে আমাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে! চার্বাকদের মত আমরা ধার করে ঘি খাওয়ায় বিশ্বাসী। নিজেরা সামান্য একটু কষ্ট করলেই কিন্তু স্বাবলম্বী, সৎ জীবনযাপন করতে পারি। প্রশ্ন হল, কীভাবে? আপনি বর্তমানে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আমার লেখাটি পড়ছেন। আপনি যদি কম্পিউটারের সামনে বসে থাকেন, তবে ৯০% সম্ভবনা আপনার কম্পিউটার চলছে "উইন্ডোজ" নামক অপারেটিং সিস্টেমে। আমরা কিন্তু চার্বাকদের থেকেও সিরিয়াস লোক।

একবার ভেবে দেখেছেন কি, আপনি ধার করে নয়, চুরি করে ঘি খাচ্ছেন? আপনার কম্পিউটারের দাম বলতে আমরা বুঝি কেবল সিপিউ, মনিটর, কীবোর্ড ইত্যাদির দাম। কিন্তু, যে সফটওয়্যার কম্পিউটারের দেহে প্রাণ দিয়েছে, তার দাম পরিশোধ করেছেন কি? হার্ডওয়্যার তো কপি করা যায় না, এমন কোন যন্ত্র এখনো আবিষ্কার হয়নি, হলেও আপনার কাছে নেই। কিন্তু, আপনি ইচ্ছে করলেই তো সফটওয়্যার কপি করতে পারেন! শুধু কপি, পেস্ট আর গুগলে "windows 7 crack" লিখে সার্চ, শেষ। কিন্তু, একবার ভেবে দেখেছেন কি, আপনি কত বড় অপরাধ করেছেন? কারও দশ হাজার টাকা চুরি আর এই সফটওয়্যার চুরির মধ্যে কিন্তু কোন তফাৎ নেই। আপনি যখন কোন সফটওয়্যার ইন্সটল করতে যান, তখন কিন্তু ইন্সটলেশনের এক পর্যায়ে আপনার EULA বা End User License Agreement নামের একটি চুক্তি দেখানো হয়।

এই চুক্তিতে লেখা থাকে যে, আপনি অনুমতি ব্যতিত এই সফটওয়্যার কপি করতে পারবেন না এবং কপি করাটি ব্যবহার করতে পারবেন না। যেকোন সফটওয়্যার ইন্সটল করার সময় এই চুক্তিতে অবশ্যই রাজি হতে হয়, না হলে সফটওয়্যার ইন্সটল হয় না। আপনি কি একজন চুক্তি ভঙ্গকারী নন? আসুন, এবার দেখি আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির কেমন ক্ষতি করে থাকি। আমরা সাধারণত যেসকল সফটওয়্যার ব্যবহার করে থাকি, তার প্রকৃত দাম জানি না। জানি যে, "সিডি হইলে দাম ৫০ টাকা, ডিভিডি হইলে ৮০ টাকা"।

আসুন দেখা যাক, অরিজিনাল সফটওয়্যারের দৌড় কতটুকু। উইন্ডোজ ৭ প্রোফেশনালঃ ১৪০০০/= মাইক্রোসফট অফিস ২০০৭: ২১০০০/= ফটোশপ CS5 এক্সটেন্ডেডঃ ৭০০০০/= মোটঃ ১০৫০০০/= দেখুন, মাত্র এই কটা জিনিস কিনতেই এত টাকা লাগে, তাহলে আরও যেসব বোঝাই পাইরেটেড সফটওয়্যার আছে, সেগুলোর দাম কত হবে? না ভাই, হিসাব করতে যেয়েন না, আমি হার্টের চিকিৎসার খরচ দিতে পারব না। যাই হোক, আপনিই দেখুন, আপনি কত কোম্পানিকে ঠকাচ্ছেন, কত টাকার সমপরিমাণ জিনিস চুরি করেছেন? চুরি কি অপরাধ নয়? উত্তর দিতে পারেন, "তাহলে কম্পিউটার চালাবো কিভাবে?" আমিও পাল্টা উত্তর দিতে পারি, পারবেন। সবাই বড় বড় সফটওয়্যার কোম্পানির মত এত সংকীর্ণমনা নয় যে তারা তাদের মেধা শুধু টাকার বিনিময়ে বিক্রিই করে যাবে। একদল লোক রয়েছেন, যারা তাদের তৈরী সফটওয়্যার বিনামূল্যে বিলিয়ে দিতে চায়।

যারা কম্পিউটারকে সবার হাতে পৌছে দিতে চায়। সে সকল সফটওয়্যার কিন্তু মোটেই খেলো নয়। আপনার পরিচিত এবং নিত্যদিনের ব্যবহার্য অনেক সফটওয়্যারই কিন্তু এদের হাতে তৈরী। এসকল সফটওয়্যারের একাংশকে বলে ওপেনসোর্স সফটওয়্যার। যেমনঃ মজিলা ফায়ারফক্স, অভ্র, মজিলা থান্ডারবার্ড, লিব্রে অফিস ইত্যাদি।

এমনকি, উইন্ডোজের বদলে ব্যবহারের জন্য অনেক ওপেনসোর্স অপারেটিং সিস্টেমও রয়েছে! যার অধিকাংশই লিনাক্স-ভিত্তিক। যেমনঃ উবুন্টু, ফেডোরা ইত্যাদি। লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেমে সবকিছু মাউসের ক্লিকেই করা যায়। আপনি যে সকল সফটওয়্যারের পাইরেটেড কপি ব্যবহারের করে নিজের ঘাড়ে "চোর" উপাধিটি চাপাচ্ছেন, সেসব সফটওয়্যারের বিকল্প বিনামূল্যেই আপনি লিনাক্সে ব্যবহার করতে পারবেন! লিনাক্সে নেই ভাইরাসের চিন্তা, টাকার পয়সার চিন্তা, কম্পিউটার স্লো হবার চিন্তা। লিনাক্স নিয়ে সমস্যায় পড়লে নিজ মাতৃভাষাতেই সাহায্য পেতে পারেন বাংলা ফোরামে।

আপনি কি এখনো সৎ পথে থেকে সব চাহিদা মেটাতে পারলেও চুরি করবেন? করতে চাইলে সমস্যা নাই, করেন। যদি না করতে চান, তবে লিনাক্স এবং ওপেনসোর্সের জগতে প্রবেশ করুন। আপনার সকল সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।