চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি
মনে করুন আপনি দারুন একটা মুভি দেখলেন। দেখার পর আপনি মনে মনে মুভিটার সাথে চমৎকার,দারুন,অসাম,ফ্যানটাষ্টিক,ইউনিক,একসেপশনাল ইত্যাদি বিশেষন যোগ করলেন। এখন কেউ যদি আপনার পছন্দের এই মুভিটির অসংগতি গুলো চোখে আংগুল দিয়ে ধরিয়ে দেয় তাহলে আপনার কেমন লাগবে?ভাবছেন এটা কিভাবে সম্ভব?হ্যা,এই কাজটা করবে IMDb নামের একটা ওয়েবসাইট।
একদিন মুভি বিষয়ক সার্চ দিতে গিয়ে গুগল মামার কাছে এই ওয়েবসাইটের ঠিকানা পেলাম। সেখনে আমার প্রিয় একটা মুভির নাম লিখে সার্চ দিলাম।
মুভিটি সম্পর্কে অনেক তথ্য পেলাম। ওখানে Goofs নামে একটা অপশন দেখলাম। ওগুলো পড়ে আমার চক্ষু তখন চড়কগাছ। হায় হায় একি!এরা আমার পছন্দের মুভিটার বারোটা বাজিয়ে ছেড়েছে। মুভিটিতে যেসব অসংগতি ফুটে উঠেছে সেগুলো খুব দারুনভাবে উপস্থাপন করা হয়েছে।
অথচ আমি অত্যন্ত মনযোগ দিয়ে দেখা সত্বেও এগুলো ধরতে পারিনি।
এরপর নেশা চেপে বসলো। এপর্যন্ত দেখা সব মুভিগুলোর নাম লিখে সার্চ দিলাম আর অবাক হতে লাগলাম। অবাক হলাম এই ভেবে যে,এত মনযোগ দিয়ে মুভি দেখা সত্বেও কত খুটিনাটি বিষয় আমাদের চোখ এড়িয়ে যায়।
বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন।
ওয়েবসাইটের ঠিকানা...
http://www.imdb.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।