নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে কিছু টাকার প্রয়োজন দেখা দেওয়ায় রাজশাহী নিউমার্কেট পার্শ্ববর্তী বুথ (০৩৩৩) থেকে কিছু টাকা তুলি। কাজ সেরে রাতে বাসায় ফেরার পথে মোটর সাইকেলের তেল কেনার জন্য পেট্রোল পাম্পে যাই এবং ২০০ টাকার তেল কিনে ৫০০ টাকার নোট তাদেরকে দেই। তেল দেবার নিয়োজিত ব্যক্তি অনেক্ষন নোটটি উল্টেপাল্টে দেখে বলে ভাই নোটটি নকল, এটি বদলে দিন। আমিতো লজ্জায় পড়ে যাই এবং সাথে সাথে অন্য একটি নোট তাকে দেই।
রাতে বাসায় ফিরে তপু মামার সাথে কথা বলি, উনার সাথে ডাচ-বাংলার উচ্চপর্যায়ের কিছু লোকের সাথে পরিচয় আছে।
মামা জানালেন এসব ক্ষেত্রে তেমন কিছু করেই লাভ নেই কেননা টাকাটি নকল তা ধরা পড়েছে অনেক পরে। তবে এটি সত্য যে ডাচ-বাংলার কিছু অসাধু কর্মচারী এই অপতৎপরতার সাথে জড়িত। তারও নাকি এমন ঘটনা ঘটেছে এবং এর পর থেকে তিনি টাকা তুলে বুথের ক্যামেরার সামনে টাকা গুনে নেন এবং চেক করে নেন।
আজকে টাকা তোলার সময় আমিও তাই করলাম।
আপনারাও সতর্ক থাকুন, অন্যের কাছে বিব্রত হতে বাচুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।