আমি একজন সাধারণ মানুষ
ডাচবাংলা ব্যাংক এর বুথের যে কি? বিড়ম্বনা তা ভুক্তভুগীরাই জানে।
এই মাত্র আমি কারওয়ান বাজারের ফাষ্ট ট্রাক এ গিয়ে দেখি টাকা নাই।
তার পর গেলাম প্রথম আলোর সামনের বুথে ২০ জনের লাইন।
আমার খুবই টাকার প্রয়োজন। ২০ জনের লাইন তো আর ছোট হয় না । তাই -
গেলাম বসুন্ধরা মার্কেট এর সামনরে বুথে টাকা নাই।
আশে পাশে আর কোন বুথ ও নাই,
আছে ইষ্ট্রান প্লাজার সামনে।
কিনত সে খানে যে টাকা পাব তার নিশ্চয়তা না থাকায় আর গেলাম না..
তবে সমস্যাটা সমাধান করেছি অনেক কষ্টে।.........
এবার ভাবেন তো এই বিড়ম্বনায় যে পড়ে তার কি অবস্থা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।