ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায়
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, কোরআন রক্ষার আন্দোলনে সারাদেশের মুসলমানদের মাঝে যে আগ্রহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে আগামী ২৭ মে ঢাকার মুক্তাঙ্গনের মহাসমাবেশে ২০ লাখ লোক জুমার নামাজ আদায় করার জন্য জমায়েত হবে বলে আমি আশা করছি।
তিনি বলেন, কোরআন রক্ষার জন্য গত ৪ এপ্রিলের হরতাল অলৌকিকভাবে আল্লাহর সাহায্যে এমনভাবে সফল হয়েছে যে, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নজিরবিহীন হরতাল আর হয়নি। ঠিক তেমনিভাবে আগামী ২৭ মে’র মহাসমাবেশও সফল হবে।
এই সমাবেশ থেকেই বাংলাদেশে কোরআনি আইন বাস্তবায়নের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। মহাসমাবেশে জুমার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে সারাদেশের কোরআন প্রেমিক মুসলমানদের প্রতি অনুরোধ করেন তিনি। গতকাল লালবাগস্থ অস্থায়ী কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগরীর এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।