আমাদের কথা খুঁজে নিন

   

লিমনদের জন্যে আজ অসহায় প্রশাসন এমনকি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীও।



লিমনদের জন্যে কি আমাদের আসলেই কিছু করার নেই?সত্যি কি থেমে গেল আমাদের বিবেকবোধ,চেতনা আর আমাদের মনুষ্যত্ববোধ?অসহায়তা প্রকাশ করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও। আমরা অসহায় শুধু তাদের বেলায় যাদের শক্তি নেই,যারা ফুসে উঠতে পারেনা,যাদের হাতে শক্ত লাঠি নেই। লিমনের বর্তমান পরিচয় একজন সহযোগী সন্ত্রাসী,কিন্তু তারও আগে যখন সে ছিল ছাত্র একজন পরীক্ষার্থী। হয়ত তখন ঘরভর্তি কষ্ট ছিল তবুও মনজুড়ে স্বপ্ন ছিল,ছিল বাচার ইচ্ছে। আমি জানিনা আজ আর লিমনের বাচতে ইচ্ছে করে কিনা?বাবা মাকে বলে কিনা আর কয়টাদিন,ব্যস তারপরই পালটে যাবে সব।

যারা বিত্তবৈভবের মধ্য থেকে মানুষ হয়েছে বা হচ্ছে তারা কখনই বুঝবেনা গরীবের ঘর থেকে মানুষ হয়ে উঠে আসার কষ্ট,যন্ত্রণা,জ্বালা। বুঝবেননা স্বরাষ্ট্রমন্ত্রী,এমনকি স্বয়ং প্রধান মন্ত্রীও যিনি আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন আমাদেরই বাবামা হয়ে। প্রতিদিন প্রতিমুহুর্ত কি অসহনীয় মানসিক যন্ত্রণা কাধে নিয়ে সংগ্রাম করতে হয় নিজের সাথে,জীবনের সাথে,চারিপাশের সাথে। যেখানে বেচে থাকার জন্যে,ক্ষুধার জন্যে ,দৈনন্দিন জীবনে টিকে থাকার জন্যে প্রতি পায়ে পায়ে চিন্তা করতে হয় সেখানে পড়ালেখাটাকে মনে হয় বিলাসিতা। টাকার জন্যে পড়ালেখা বাদ দেবার দৃশ্য যে দেখেনাই সে বুঝবে কি করে তার কষ্ট।

একপেট পান্তা খেয়ে সারাদিন না খেয়ে থাকার গল্প বইয়ের পাতায় পড়তে ভালোলাগে কিন্তু বাস্তবতায় তার চেহারা যে কি নিষ্ঠুর তা কখনই ঐ উচু ভবনকে স্পর্শ করতে পারেনা। ঢাবির ছাত্র আবুবকর মারা যাবার ঘটনাও স্বরাষ্ট্র মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন । তিনি কি করে জানবেন ঐ মায়ের হাহাকার। যার ছেলের বই নেই,খাতা নেই,নেই নিশ্চিন্তে পড়ার মত একটুকরো যায়গা অথচ জানেন তার ছেলের মাথা ভালো সুযোগ দিলেই সে উঠে যাবে তার যোগ্য আসনে। সেই মায়ের কষ্ট মন্ত্রী কি করে বুঝবেন? ছেলের পড়ার খরচ চালাতে দিনের পর দিন বাড়িতে বাজার করা হয়না,প্লেটে উঠেনা একটুকরো মাছ।

সেই ঘরের খবর যার কানে পৌছায়না তিনিতো শক্তি থাকা সত্ত্বেও চোখ বন্ধ করে থাকবেন এটাইত স্বাভাবিক। কিন্তু আর কতদিন?আর কতদিন যা ইচ্ছে তাই চলতে থাকবে একটা গণতান্ত্রিক দেশে,যেখানে নাকি জনতাই সব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।