আজ পাইছে আমারে পাওয়ার মত। আমার আইজ বারটা বাজবে কুন সন্দেহ নাই। কেন না আইজ আমার "পাঠক" বাংলাখাইয়া উল্টাপালটা বকতে আছে। আমি বুঝিতেছিনা "পাঠক" বাংলা খাইবার পয়সা পাইলো কোথায়?
কারন "পাঠক" বিএ পাস দিয়া বইয়া রইছে সেই কবে থেকে
বেকার জিনদেগি পালন করতেছে বহু বছর ধইরা। সরকারের অনেক দফতরে চাকরির খোজে পে ওয়ার্ডার বানাইয়া জমিজিরাত সব বেচছে। এখন খাইবার পয়সা পায়না কিন্ত বাংলা গিলিয়া আসিয়াছে!!!!!!!! বাংলার গন্ধে আমার মনমেজাজ বিগরা রইছে
আমি জিগাইলাম বাবা"পাঠক" বাংলা খাইছো টাকা পাইলা কোথায়?
আমারে কিছু না কইয়া শুইতেচলে যাইতেছে, আমি আবারো জিগাইলাম
সে উত্তরে আমারে কইলো চাকরি বাকরি না পাইয়া একটা নতুন কাম ধরছি অনেক টাকা........ কামে
আমি তারে জিগাই কি কামে এত টাকা???????????????????????
সে কইলো বর্ডার থিক্কা ডাইল, ও আরো অনেক নেশার জিনিষ আনিয়া ডাহা টাউনে বেচা তার পর টাহাই টাহা.....
আমি শুনিয়া চিতপটাং, ক্কয়কি হালায়!!!!!!!!! দেশটারে তো নেশায় ডুবাইয়া দিব
তার পরে "পাঠক" কে অনেক বুঝাইলাম বাবারে এই কাম ভাল না
সে আমারে কয় আমার একটা চাকরি দিয়া দেও এইকাম ছাইড়া দিমু
আমি কইলাম আমি চাকরি পাইমু কোথায়? আমিত কামলা দিয়া খাই ।
কি করবো "পাঠক"এর জন্য ভাবতে ভাবতে আমিও গিয়া দুইপেক আসলি কেরু টানতে বইলাম
কারন "পাঠক" এর এই সমস্যার সমাধান আমার কাছে নাই
কারো কাছে থাকলে আমারে আওয়াজ দিয়েন।আমিও কেরু টানতে চাইনা.......................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।