আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন ৫ না আসতেই ৬-এর গুজব

সত্যবাদি হইবার চেষ্টা চালাচ্ছি এবং

এ্যাপেল এর পণ্য পছন্দ করে না এরকম মানুষ পাওয়া যাবে বলে মনে হয় না তাদের সকলের জন্য এটি নিশ্চইয় সুখবর । টেক জায়ান্ট অ্যাপলের তৈরি স্মার্টফোন আইফোনের চতুর্থ সংস্করণ এখন বাজারে। গুজব রটেছিলো এ বছরই বাজারে আসবে আইফোন ৫। কিন্তু গুজবে জল ঢেলে অ্যাপল বাজারে আনে সাদা আইফোন ৪। কিন্তু আইফোন ৫ এর গুজব ডালপালা ছড়িয়ে প্রযুক্তিবিশ্বে তোলপাড় করতে না করতেই সম্প্রতি আবারও গুজব রটেছে অ্যাপল নাকি তাদের আইফোন ৬ সংস্করণটিও শীঘ্রই বাজারে ছাড়তে যাচ্ছে।

আইফোনের ষষ্ঠ সংস্করণটির একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে। হাঙ্গেরিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক কনকর্ড সিকিউরিটিজ-এ আইফোন ৬ এর প্রত্যক্ষদর্শী মিং চি কুয়ো একটি প্রতিবেদন লিখেছেন। তার বর্ণনা অনুযায়ী, আইফোন ৬-এর নকশা এবং হার্ডওয়্যারেও আসছে বিশাল পরিবর্র্তন। আর ২০১২ সালের প্রথমার্র্ধেই আইফোন ৬ বাজারে আসতে পারে। এদিকে, অ্যাপল কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, এবারের অ্যাপলের বার্ষিক অনুষ্ঠানে আইওএস এবং ম্যাক ওএস বিষয়েই তারা বেশি গুরুত্ব দিচ্ছে।

এই অনুষ্ঠানেই হয়তো ঘোষণা আসতে পারে আইফোন ৫-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাজারে আইফোন ৫ বিষয়ে অনেক গুজব থাকলেও সেসব গুজবে কোনো কান দেয়নি অ্যাপল কর্তৃপক্ষ। তবে এবারের সেপ্টেম্বরেই যে আইফোন ৫ আসছে সেটি নিশ্চিত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু নতুন সংস্করণের গুজব চাউর হলেও, এখনই যে আইফোন ৬ বিষয়ে অ্যাপল মুখ খুলবে না সেটি অ্যাপলের আগের রেকর্ড থেকেই বোঝা যায়। উৎস View this link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.