আমাদের কথা খুঁজে নিন

   

টুথপিক

কামরুল হাসান

শরীরের গড়ন চিকনা চাকনা বলে ইউনিভার্সিটিতে কিছু ঘনিষ্ঠ বন্ধুরা আমাকে টুথপিক নাম ধরে ডাকতো। আমিও ইঞ্জয় করতাম কেননা বন্ধুদের মাঝে এইগুলো একটু আকটু হয়ে থাকে। আর তা ছাড়া অন্যরাওতো বাদ যেত না। যেমন একজন একটু মোটা কাটা ছিল বলে আমরা ওকে ওস্তাদ নামে ডাকতাম, আবার একজন একটু বেশি ফর্সা ছিল বলে ওকে আমরা ধলা বলে ডাকতাম ইত্যাদি ইত্যাদি(অন্য গুলো বলা যাবে না)। হঠাৎ করেই আজকে "টুথপিক" শব্দটি মাথায় আসল আর মনে পড়ে গেল গরুর মাংস খেয়ে দাঁতের ফাকে চলে যাওয়া উচ্ছিষ্ট মাংস গুলোকে খুচিয়ে খুচিয়ে তো এই টুথপিক দিয়েই বের করতাম, আর কাজ শেষে দুহাত দিয়ে দু-টুকরো করে ফেলে দিতাম। আহারে টুথপিক তুইতো অনেক উপকারী আর তাই ছোট্ট আকারের এই বস্তুটির উপকারীতা আমি আজও ভোগ করি! বিশেষ করে মাংস খাওয়ার পরে ইনফর্মেশনঃ টুথপিক > দাঁত খুঁটিবার কাঠি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।